TODAY VISIT THAKUR SRI RAMAKRISHNA AT 7-6-2018 - Spirituality Religion

Header Ads

TODAY VISIT THAKUR SRI RAMAKRISHNA AT 7-6-2018

মাতৃভক্ত বিনোদ বিহারী সোম বা পদ্ম বিনোদ।প্রায়ই মাঝরাতে মত্ত অবস্থায় বাড়ি ফেরার পথে মায়ের দর্শন লাভের জন্য মায়ের বাড়িতে এসে উপস্থিত হতেন এবং শরৎমহারাজের সাথে হৈ চৈ,তর্ক বিতর্ক লাগিয়ে দিতেন। শরৎ মহারাজকে সতর্ক থাকতে হতো যাতে অসুস্থ মায়ের নিদ্রা ভঙ্গ না হয়।অন্যেরাও বিনোদ এলে সারা দিত না।সেদিনও বার কয়েক্ দোস্ত দোস্ত বলে ডেকে সারা না পেয়ে এই বলে চলে গেলেন,"আমি ব্যাটা এত রাতে এলাম,আর তুমি দোস্ত একবার উঠলেও না,সারাও দিলে না।" এর পর একদিন যথারীতি গভীর রাতে তিনি উপস্থিত।সোজা গিয়ে হাজিরমায়ের দোতলার ঘরের জানালার সামনে।উচ্চ কণ্ঠে বলে উঠলেন, "ওঠো মা,তোমার ছেলে এসেছে,একবার ওঠো।"তারপর গান ধরলেন,"ওঠো গো করুণা ময়ী,খোলো গো কুটীর দ্বার।আঁধারে হেরিতে নারি,প্রাণ কাঁদে অনিবার।সন্তানে রাখি বাহিরে,শুয়ে আছো অন্তঃপুরে(আমি) ডাকিতেছি মা মা বলেনিদ্রা কি ভাঙ্গে না তোমার?"শরৎ মহারাজ লাফিয়ে উঠলেন।কিন্তু ততক্ষণে মা জানালাখুলে এসে দাড়িয়েছেন।"উঠেছ মা? সন্তানের ডাক কানেগেছে?পেন্নাম নাও মা।"বলেই রাস্তার ধুলোয় শুয়ে গড়াগড়িদিতে লাগলেন।পরে উঠে সেই ধুলো মাথায় দিয়ে বাড়ির দিকে রওনা দিলেন।মুখে তখন গান,যতনে হৃদয়ে রেখো,আদরিণী শ্যামা মাকে।মন তুই দেখ আর আমি দেখিদোস্ত (শরৎ মহারাজ) যেন নাহি দেখে .


No comments

Powered by Blogger.