ধৃতরাষ্ট্র ও সোনিয়া - দুজনেই সন্তান স্নেহে একেবারে অন্ধ। - Spirituality Religion

Header Ads

ধৃতরাষ্ট্র ও সোনিয়া - দুজনেই সন্তান স্নেহে একেবারে অন্ধ।

Duryodhana
Duryodhan

দুর্যোধন ও রাহুল গান্ধী - দুজনেই প্রতিভাহীন হয়েও উত্তরাধিকার সুত্রে শাসক হতে চায় ।

ভীষ্ম ও আদবানি - দুজনেই কখনো সিংহাসনে বসেননি কিন্তু সম্মানীয় এবং জীবনের শেষ পর্বে এসে খুব অসহায় বোধ করছেন।

অর্জুন ও নরেন্দ্র মোদী - দুজনেই ধর্মের পক্ষে থেকে সাফল্যের সর্বোচ্চ শিখরে পা রেখেছে, কিন্তু বুঝতে পারছে সেটাকে মানা ও পালন করা কতটা কঠিন।

কর্ণ ও মনমোহন সিং - দুজনেই প্রতিভাবান কিন্তু অধর্মের পক্ষে থাকার জন্যে কখনো গন্তব্যে পৌঁছাতে পারেনি।

অভিমন্যূ ও কেজরিওয়াল - দুজনেই যুদ্ধে নবাগত এবং জানেনা চক্রবূহ ভেদ কিভাবে করতে হয়। তাই ফেঁসে আছে।

শকুনি ও দিগ্বিজয় - তাঁবেদারি তে শীর্ষ স্থান ধরে রাখে এবং সর্বদা প্রভুকে খুশি রাখতে চায় ।

ধৃতরাষ্ট্র ও সোনিয়া - দুজনেই সন্তান স্নেহে একেবারে অন্ধ।
এবং শেষে 

কৃষ্ণ ও আব্দুল কালাম ...
আমরা সবাই তাদের দুজনকে মানি, গুনি, পূজো করি কিন্তু তাদের আদর্শ ও শিক্ষাকে মেনে চলিনা।

এটাই 'মহাভারত' ও 'ভারত'


No comments

Powered by Blogger.