পরনিন্দা, পরচর্চা কখনো করবি নে. উহাতে নিজেরই ক্ষতি হয়.
পরনিন্দা, পরচর্চা কখনো করবি নে. উহাতে নিজেরই ক্ষতি হয়.
রাতদিন অপরের কুভাবগুলো আলোচনা করে করে নিজের ভেতর যেটুকু সদ্ভাব ছিল নষ্ট হয়ে গিয়ে মনের উপর ঐসব কুভাবের ছাপ পড়ে যায়.খা দা, আনন্দ কর, মজা কর. কার কি দোষ আছে না আছে দেখবার দরকার কি ? সকলের সঙ্গে মিশবি, আনন্দ করবি. তা নয়, এ ও করেছে, সে তা করেছে বলে পাঁচজনে মিলে জটলা করা আর লোকের পিছনে লাগা বড় খারাপ. অতি হীনবুদ্ধি না হলে ওসব হয় না.
Sri Sarada Devi
|
কে কি করেছে, কার কি হলো---- ওসব দেখবার বা ভাববার কিছুমাত্র দরকার নেই. তুমি নিজে ঠিক পথে এগিয়ে চল. লক্ষ্য ঠিক রেখে তোমরা গন্তব্য পথে চলে যাও.
সবসময় মানুষের গুণ দেখতে শেখ. একটু গুণ থাকলেও তাকে বড় করে দেখতে হবে, সম্মান দিতে হবে, প্রশংসা করতে হবে. গুণের আদর না করলে মানুষ বড় হতে পারে না, নিজের মনও উদার হয় না.
.......মানুষের দোষ দেখে তাকে হেয় জ্ঞান করতে নেই. তাকে ভালবাসা দিয়ে আপনার করে ভালর দিকে নিয়ে যেতে হয়. ভালমন্দ সকলের ভিতরেই আছে. দোষ দেখতে সকলেই পারে, মানুষকে ভালো করতে পারিস তো বুঝবো ক্ষমতা আছে.
সবসময় মানুষের গুণ দেখতে শেখ. একটু গুণ থাকলেও তাকে বড় করে দেখতে হবে, সম্মান দিতে হবে, প্রশংসা করতে হবে. গুণের আদর না করলে মানুষ বড় হতে পারে না, নিজের মনও উদার হয় না.
.......মানুষের দোষ দেখে তাকে হেয় জ্ঞান করতে নেই. তাকে ভালবাসা দিয়ে আপনার করে ভালর দিকে নিয়ে যেতে হয়. ভালমন্দ সকলের ভিতরেই আছে. দোষ দেখতে সকলেই পারে, মানুষকে ভালো করতে পারিস তো বুঝবো ক্ষমতা আছে.
( ধর্মপ্রসঙ্গে------স্বামী ব্রহ্মানন্দ )
No comments