শ্রীশ্রীমায়ের পরম কৃপাধন্যা ভানুপিসি
শ্রীশ্রীমায়ের পরম কৃপাধন্যা ভানুপিসি
Sri
Ramakrishna
|
শ্রীশ্রীমায়ের পরম কৃপাধন্যা ভানুপিসি
ভানু পিসির শরীর খুব খারাপ।
অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, সকলে একপ্রকার ধরেই নিয়েছে ভানু পিসির আয়ু শেষ।
রোজ তাঁর কাছে তাঁর যাওয়া চাই চাই-ই।
সেদিন ভানুপিসির অবস্থা খুবই খারাপ।
সারু এসে ঢুকলেন ঘরে।
পিসি তাঁকে দেখে বললেন, "সারু, আমি জানি তুই কে! তুই যদি চাস মা আমি এ যাত্রায় বেঁচে যেতে পারি।
জড়ানো গলায় খুব কষ্ট করে বললেন ভানু পিসি।
Sri
Ramakrishna
|
শ্রীশ্রীমা গিয়ে বসলেন তাঁর পাশে।
তাঁর সারা গায়ে হাত বুলিয়ে দিতে দিতে বললেন , "তুমি ভালো হয়ে যাবে ভানু পিসি।"
আবার ভানু পিসি বললেন, ''আমি জানি তুই কে মা, তুই যদি চাস আমি ভালো হয়ে যেতে পারি। ''
"আমি বলছি তুমি ভালো হয়ে যাবে" - মা বললেন ।
"তোর এতো দয়া ! তুই যখন বলছিস আমি ভালো হয়ে যাব।" পাণ্ডুর মুখে জড়ানো গলায় কথা গুলো বললেন ভানুপিসি ।
মা তখন দরজায় গিয়ে দাঁড়িয়েছিলেন ।
আবার বললেন
, "আমি বলছি তুমি ভালো হয়ে যাবে।"
Sri
Ramakrishna
|
পরদিন
থেকে ধীরে ধীরে সুস্থ হতে
থাকলেন ভানু পিসি।
" ভানু
পিসি কিন্তু তাঁর আদরের সারুকে
তাঁর ছোটবেলা থেকেই চিনেছিলেন
।
তাঁর স্বরূপ জানতেন, তাই
ভানু পিসি বার বার সারুর কৃপা
পেয়েছেন ।
এবার প্রাণে
বাঁচলেন , আর
এক বার ?
সেবার
পূজার সময় মা জয়রামবাটীতে
আছেন ।
পূজা বাড়ি থেকে ভেসে
আসছে ঢাকের শব্দ ।
সেখানে
মণ্ডপ আলো করে বসে আছেন সপরিবারে
মা দুর্গা ।
ভানু
পিসি ঘরে শুয়ে কাঁদছেন ।
পূজা
বাড়ি পর্যন্ত যাবার ক্ষমতা
তাঁর নেই ।
সেখানে না গেলে মা
দুর্গার মুখ দেখতে পারবেন না
।
ভক্তিমতি ভানুপিসি এ দুঃখ
কোথায় রাখেন ।
জীবনে এই প্রথম
মায়ের মুখ বুঝি দেখা হল না
।
একটা দীর্ঘনিঃশ্বাস তাঁর
বুক চিড়ে বেড়িয়ে এলো ।
তারপর সেই আক্ষেপ আর সেই
হা-হুতাশ
।
শ্রীশ্রীমা
এসে ঢুকলেন ঘরে ।
ভানুপিসিকে
কাঁদতে দেখে মা জিজ্ঞাসা
করলেন।
ভানুপিসির থেকে কান্নার
কারণ জেনে বললেন,
'' না
না তা কেন হবে, মায়ের
মুখ তুমি নিশ্চয়ই দেখবে
।
'' ভানুপিসি
বললেন,
- '' আমাকে সান্ত্বনা দিচ্ছিস সারু ?''
- "আমি কি তাই পারি ?"
উঠে
দাঁড়ালেন মা ।
দরজার দিকে
গিয়ে পিছন ফিরে দাঁড়ালেন
।
ভানুপিসি অবাক হয়ে
দেখলেন, দশভুজা , সালাঙ্কারা
মা দুর্গা সিংহের পিঠে মহিষাসুর
সহ বসে আছেন ।
- তারপরই দেখলেন মা এগিয়ে যাচ্ছেন আরও একবার ফিরে দাঁড়ালেন মা,
- ভানুপিসি দেখলেন মা দশভুজা দুর্গা কে এবার,
- পরমুহুর্তে দেখলেন মা বেড়িয়ে গেলেন ঘর থেকে।
ভানুপিসির মন তৃপ্ত ।
আর দুঃখ নেই তাঁর ।
ঘরে শুয়ে
তিনি দর্শন পেলেন মা দুর্গার।
তাঁর
বিশ্বাস আরও দৃঢ় হল, তাঁর
সারুই মা দুর্গা, মা
জগদম্বা, মা
কালী ।
উজ্জ্বল
হাসিতে ভরে উঠেছে ভানুপিসির
মন ।
মুখ খুশি তে ভরা ।
তাঁর
আর কোন দুঃখ নেই।
স্বামী
বিবেকানন্দের ভাষায় জ্যান্ত
দুর্গা কে দর্শন করা তাঁর আজ
হয়ে গেছে আর কি চাই ।
শুয়ে
শুয়ে হাসছেন ভানুপিসি , আর
দু হাত জোড় করে প্রণাম করছেন
।
- এ প্রণাম কাকে?
- মা দুর্গা কে নাকি তাঁর আদরের সারুকে?
No comments