শ্রীশ্রীমায়ের পরম কৃপাধন্যা ভানুপিসি - Spirituality Religion

Header Ads

শ্রীশ্রীমায়ের পরম কৃপাধন্যা ভানুপিসি

শ্রীশ্রীমায়ের পরম কৃপাধন্যা ভানুপিসি

Sri Ramakrishna

Sri Ramakrishna

শ্রীশ্রীমায়ের পরম কৃপাধন্যা ভানুপিসি


ভানু পিসির শরীর খুব খারাপ। 

অবস্থা দিন দিন খারাপ হচ্ছেসকলে একপ্রকার ধরেই নিয়েছে ভানু পিসির আয়ু শেষ। 

তাঁর সারু (শ্রীশ্রীমা) বড় ভালোবাসেন ভানুপিসিকে। 

রোজ তাঁর কাছে তাঁর যাওয়া চাই চাই-ই।
সেদিন ভানুপিসির অবস্থা খুবই খারাপ। 
সারু এসে ঢুকলেন ঘরে। 

পিসি তাঁকে দেখে বললেন, "সারুআমি জানি তুই কেতুই যদি চাস মা আমি এ যাত্রায় বেঁচে যেতে পারি। 

জড়ানো গলায় খুব কষ্ট করে বললেন ভানু পিসি।

Sri Ramakrishna

Sri Ramakrishna
শ্রীশ্রীমা গিয়ে বসলেন তাঁর পাশে। 

তাঁর সারা গায়ে হাত বুলিয়ে দিতে দিতে বললেন , "তুমি ভালো হয়ে যাবে ভানু পিসি।

আবার ভানু পিসি বললেন, ''আমি জানি তুই কে মাতুই যদি চাস আমি ভালো হয়ে যেতে পারি। ''

"আমি বলছি তুমি ভালো হয়ে যাবে" - মা বললেন ।

"তোর এতো দয়া তুই যখন বলছিস আমি ভালো হয়ে যাব।পাণ্ডুর মুখে জড়ানো গলায় কথা গুলো বললেন ভানুপিসি 

মা তখন দরজায় গিয়ে দাঁড়িয়েছিলেন । 

আবার বললেন 
, "আমি বলছি তুমি ভালো হয়ে যাবে।"


Sri Ramakrishna

Sri Ramakrishna


পরদিন থেকে ধীরে ধীরে সুস্থ হতে থাকলেন ভানু পিসি।

শ্রীশ্রীমায়ের সম্বন্ধে ঠাকুর বলেছিলেন , "ও যদি নিজেকে না চেনায় তাহলে কার সাধ্য ওকে চেনে।

ভানু পিসি কিন্তু তাঁর আদরের সারুকে তাঁর ছোটবেলা থেকেই চিনেছিলেন । 

তাঁর স্বরূপ জানতেনতাই ভানু পিসি বার বার সারুর কৃপা পেয়েছেন । 

এবার প্রাণে বাঁচলেন আর এক বার 
সেবার পূজার সময় মা জয়রামবাটীতে আছেন । 

পূজা বাড়ি থেকে ভেসে আসছে ঢাকের শব্দ । 

সেখানে মণ্ডপ আলো করে বসে আছেন সপরিবারে মা দুর্গা
ভানু পিসি ঘরে শুয়ে কাঁদছেন । 

পূজা বাড়ি পর্যন্ত যাবার ক্ষমতা তাঁর নেই ।

 সেখানে না গেলে মা দুর্গার মুখ দেখতে পারবেন না ।

 ভক্তিমতি ভানুপিসি এ দুঃখ কোথায় রাখেন । 

জীবনে এই প্রথম মায়ের মুখ বুঝি দেখা হল না ।

 একটা দীর্ঘনিঃশ্বাস তাঁর বুক চিড়ে বেড়িয়ে এলো ।

 তারপর সেই আক্ষেপ আর সেই হা-হুতাশ ।
শ্রীশ্রীমা এসে ঢুকলেন ঘরে । 

ভানুপিসিকে কাঁদতে দেখে মা জিজ্ঞাসা করলেন।

ভানুপিসির থেকে কান্নার কারণ জেনে বললেন, '' না না তা কেন হবেমায়ের মুখ তুমি নিশ্চয়ই দেখবে ।

'' ভানুপিসি বললেন

  • '' আমাকে সান্ত্বনা দিচ্ছিস সারু ?''
  • "আমি কি তাই পারি ?" 

উঠে দাঁড়ালেন মা । 

দরজার দিকে গিয়ে পিছন ফিরে দাঁড়ালেন ।

ভানুপিসি অবাক হয়ে দেখলেনদশভুজা সালাঙ্কারা মা দুর্গা সিংহের পিঠে মহিষাসুর সহ বসে আছেন । 

  • তারপরই দেখলেন মা এগিয়ে যাচ্ছেন আরও একবার ফিরে দাঁড়ালেন মা
  • ভানুপিসি দেখলেন মা দশভুজা দুর্গা কে এবার
  • পরমুহুর্তে দেখলেন  মা বেড়িয়ে গেলেন ঘর থেকে।

ভানুপিসির মন তৃপ্ত । 

আর দুঃখ নেই তাঁর । 

ঘরে শুয়ে তিনি দর্শন পেলেন মা দুর্গার।


তাঁর বিশ্বাস আরও দৃঢ় হলতাঁর সারুই মা দুর্গামা জগদম্বামা কালী ।

উজ্জ্বল হাসিতে ভরে উঠেছে ভানুপিসির মন । 

মুখ খুশি তে ভরা । 
তাঁর আর কোন দুঃখ নেই। 

স্বামী বিবেকানন্দের ভাষায় জ্যান্ত দুর্গা কে দর্শন করা তাঁর আজ হয়ে গেছে আর কি চাই । 

শুয়ে শুয়ে হাসছেন ভানুপিসি আর দু হাত জোড় করে প্রণাম করছেন । 

  1. এ প্রণাম কাকে
  2. মা দুর্গা কে নাকি তাঁর আদরের সারুকে?

No comments

Powered by Blogger.