রামকৃষ্ণ-বিবেকানন্দ ভাবানুরাগীরাই তো এরকম হবে.... II
প্রতাপ সারঙ্গি |
রামকৃষ্ণ-বিবেকানন্দ ভাবানুরাগীরাই তো এরকম হবে....
বড় হলে একবার চলেও এসেছিলেন হাওড়ার বেলুড় মঠে।
সাধু হয়ে দেশ সেবা করবেন বলে।
কিন্তু মঠের সন্ন্যাসীরা যখন জানলেন তাঁর বাবা মারা গেছেন,
বাড়িতে তাঁর মা একা,
পত্রপাঠ ফেরত পাঠিয়ে দেন মায়ের সেবা করার জন্য।
তবে মঠের সাধু না হয়েও সংসারে থেকে তাঁর জীবন কোনও সাধুর থেকে কম নয়।
কাছের লোকেরা বলেন,
উনি শিব জ্ঞানে জীবের সেবা করেন।
গণশিক্ষা মন্দির যোজনার অধীনে প্রতাপ সারঙ্গি ময়ুরভঞ্জ ও বালাসোরের আদিবাসী অধ্যুষিত এলাকায় দুঃস্থ শিশুদের জন্য অনেক স্কুলও গড়েছেন।
এছাড়াও এলাকার সার্বিক উন্নয়নে তাঁর অবদান কম নয়।
তবে এ বার লোকসভা ভোটে প্রতাপ সারঙ্গি জেতায় একজন খুব খুশি।
তিনি হলেন স্বয়ং নরেন্দ্র মোদী।
মোদী যখনই ওড়িশায় যান, তখনই তাঁর সারঙ্গির সঙ্গে দেখা করেন।
সারঙ্গির জয়ে মোদীর খুশি হওয়ারই কথা।
দুজনেই গিয়েছিলেন রামকৃষ্ণ মিশনের সাধু হতে, দুজনকেই সন্ন্যাসীরা ফিরিয়ে দিয়েছেন।
গেরুয়া ধারণ না করেও দু’জনেই এখন গেরুয়া শিবিরে।
No comments