প্রশ্নঃ   মহারাজ, জপের সময় ঘুম আসে কেন ? কিভাবে এটা দুর করা যায় ? - Spirituality Religion

Header Ads

প্রশ্নঃ   মহারাজ, জপের সময় ঘুম আসে কেন ? কিভাবে এটা দুর করা যায় ?

Sri Ramakrishna


Sri Ramakrishna

Sri Ramakrishna
Sri Ramakrishna

Sri Ramakrishna
Sri Sarada Devi

Sri Sarada Devi


প্রশ্নঃ   মহারাজ, জপের সময় ঘুম আসে কেন ? কিভাবে এটা দুর করা যায় ?

মহারাজঃ হ্যাঁ, এটা একটা পরম শত্রু , যোগের বিঘ্ন । ঘুম পেলে চোখে জল দিয়ে বসতে হয় । এতে কিছুক্ষণের জন্য কাজ দেয় । ঘুম পাওয়ার কারণ , মন যেসব বিষয়ে সাধারণত ঘুরে বেড়ায় , ধ্যানের সময় মনকে সেসব বিষয় থেকে সরিয়ে আনা হয় । কিন্তু মনকে ধ্যেয় বস্তুতে রাখতে না পারলে মন অবলম্বনহীন হয়ে ঘুমিয়ে পড়ে । এটা দুর করার উপায় --- সর্বদা সজাগ ও সতর্ক থাকার চেষ্টা করা ।

প্রশ্নঃ- মহারাজ , চেষ্টা করি , কিন্তু আবার কখন ঘুম এসে যায় ! কি করব বুঝতে পারি না ।


-----;মহারাজঃ যেবিষয়ে ধ্যান করছি তাতে যদি তীব্রতা বেশি থাকে অর্থাৎ তাঁকে পাওয়ার আকাঙ্ক্ষা খুব তীব্র থাকে তবে কি আমরা অসতর্ক হতে পারি ? যেমন বলা হয় , পাশের ঘরে মণিমুক্তো লুকানো আছে--- একথা জানতে পেরে চোর কি এ ঘরে নিশ্চিন্তে ঘুমাতে পারবে ? না , পারবে না । যতক্ষণ না সে  সিঁধ কেটে পাশের ঘরে ঢুকছে এবং মণিমুক্তো লাভ করছে , ততক্ষণ সে নিশ্চিন্ত হয়ে থাকতে পারে না । সেইরকম , যদি আমরা জানি--- আমাদের হৃদয়ে তিনি আছেন , তাঁকে লাভ করতেই হবে , তবে কি আমরা অসতর্ক হতে পারি ? ঘুমাতে পারি ?

No comments

Powered by Blogger.