প্রশ্ন :—সাকার-নিরাকারের পারেও আবার কী হতে পারে?
Sri
Ramakrishna
|
Sri
Ramakrishna
|
Sri
Ramakrishna
|
Sri
Ramakrishna
|
Sri
Ramakrishna
|
প্রশ্ন :—সাকার-নিরাকারের পারেও আবার কী হতে পারে?
মহারাজ
:
যাকে
সাকারও বলা যায় না,
নিরাকারও
বলা যায় না।
প্রশ্ন :-এমন
বস্তুকে কি বুদ্ধিতে বােঝা
যায়?
মহারাজ
:
বুদ্ধিতে
বােঝা যায়,
কিন্তু
প্রত্যক্ষ,
অনুমান—এসবের
দ্বারা বােঝা
যায় না।
প্রশ্ন :—তিনি
সাকার আবার নিরাকার,
সেটা
কি একই ক্ষণে?
মহারাজ
:
একই
ক্ষণে বৈকি। তিনি কী ক্ষণে
ক্ষণে রূপ বদলাচ্ছেন?
যখন তাকে
জলরূপে দেখছি,
তখন
তাকে বরফরূপেও দেখছি।
No comments