প্রশ্ন :-বৈষ্ণবদের ভাব, অবতার বিষ্ণুর থেকে হয়। অবতাররা কার থেকে আসেন? - Spirituality Religion

Header Ads

প্রশ্ন :-বৈষ্ণবদের ভাব, অবতার বিষ্ণুর থেকে হয়। অবতাররা কার থেকে আসেন?

SRI KRISHNA


Ma Bhabatarini (Kali)

Ma Bhabatarini (Kali)

Sri Sarada Devi

Sri Sarada Devi

Swami Shivananda

Swami Shivananda

BANERSHAR SHIVA LINGA

BANERSHAR SHIVA LINGA

Swami Vivekananda

Swami Vivekananda

Sri Sarada Devi

Sri Sarada Devi


প্রশ্ন :-বৈষ্ণবদের ভাব, অবতার বিষ্ণুর থেকে হয়। অবতাররা কার থেকে আসেন
মহারাজ : যত অবতার বিষ্ণুর থেকে হয়েছেন। কেন? কেননা বিষ্ণু হচ্ছেন রক্ষাকর্তা, ঈশ্বরের স্থিতিরূপ। স্থিতির জন্যই অবতাররা আসেন, তাই সবাই বিষ্ণুর অবতার। 
প্রশ্ন :-মহারাজ, শুধু স্থিতির জন্য নয়, ধ্বংস করার জন্যও তাে আসেন। 
মহারাজ : স্থিতি করতে হলে তাে ওরকম করতে হবে। তিনিই 
বিসৃষ্টেী সৃষ্টিরূপা ত্বং স্থিতিরূপা চ পালনে। 
তথা সংস্কৃতিরূপান্তে জগতােহস্য জগন্ময়ে।” 
(শ্রীশ্রীচণ্ডী, ১৭৬
সৃষ্টির সময়ে তিনি সৃষ্টিকারণ হয়ে আসেন। তিনি জগন্ময়-সৃষ্টিতেও আছেন, স্থিতিতেও আছেন, জগতের লয়েও আছেন। মা যে কখনাে দু চার ঘা চড়-চাপড় দেন, তা তাে স্থিতির জন্য। 
প্রশ্ন :-ঠাকুর বলেছেন, সাকারও সত্য, নিরাকারও সত্য। একথাটা আমরা বুঝতে পারি না। 
মহারাজ : ঠাকুর বলতেন, ভগবানের ইতি করতে নেই। তিনি এই হতে পারেন আর ঐ হতে পারেন না—এরকম ভাবতে নেই। তিনি সবই হতে পারেন। কাজেই তিনি সাকারও বটে, নিরাকারও বটে, আবার সাকার নিরাকারের পারেও বটে।


No comments

Powered by Blogger.