কল্পতরু যে যা চাইবে, তা-ই পাবে কল্পতরুর কাছে থেকে চাইতে হয় - Spirituality Religion

Header Ads

কল্পতরু যে যা চাইবে, তা-ই পাবে কল্পতরুর কাছে থেকে চাইতে হয়

কল্পতরু যে যা চাইবে, তা-ই পাবে কল্পতরুর কাছে থেকে চাইতে হয়

Sri Ramakrishna

Sri Ramakrishna,কল্পতরু

Sri Ramakrishna,কল্পতরু

Sri Ramakrishna,কল্পতরু

Sri Ramakrishna,কল্পতরু

Sri Ramakrishna,কল্পতরু
ঈশ্বর কল্পতরু । যে যা চাইবে, তা-ই পাবে । কিন্তু কল্পতরুর কাছে থেকে চাইতে হয় , তবে কথা থাকে । 

        তবে একটি কথা আছে --- তিনি ভাবগ্রাহী । 
যে যা মনে করে সাধনা করে তার সেইরূপ‌ই হয় ।
 যেমন ভাব তেমনি লাভ । 
একজন বাজিকর খেলা দেখাচ্ছে রাজার সামনে । 
আর মাঝে মাঝে বলছে রাজা টাকা দেও , কাপড়া দেও । 
এমন সময় তার জিব তালুর মূলের কাছে উল্টে গেল । 
অমনি কুম্ভক হয়ে গেল । 
আর কথা নাই,শব্দ নাই , স্পন্দন নাই । 
তখন সকলে তাকে ইটের কবর তৈয়ার করে সেই ভাবেই পুঁতে রাখলে । 
হাজার বছর পর সেই কবর কে খুঁড়েছিল ।
 তখন লোকে দেখে যে একজন যেন সমাধিস্থ হয়ে বসে আছে ।
 তারা তাকে সাধু মনে করে পূজা করতে লাগল । 
এমন সময় নাড়া চাড়া দিতে দিতে তার জিব তালু থেকে সরে গেল ।
 তখন তার চৈতন্য হল । 
আর সে চিৎকার করে বলতে লাগল, লাগ ভেলকি লাগ ! রাজা টাকা দেও , কাপড়া দেও ।

No comments

Powered by Blogger.