ধর্ম ও ঈশ্বরকে বিবেকানন্দ তাঁর ব্রত উদ্যাপন থেকে কখনও বাদ দেয়নি। আজকের দিনে দেশ ও দশের উন্নতিকল্পে কী ধর্ম ও ঈশ্বর প্রাসঙ্গিক? - Spirituality Religion
ধর্ম ও ঈশ্বরকে বিবেকানন্দ তাঁর ব্রত উদ্যাপন থেকে কখনও বাদ দেয়নি। আজকের দিনে দেশ ও দশের উন্নতিকল্পে কী ধর্ম ও ঈশ্বর প্রাসঙ্গিক?
ভারতের মানুষের জীবন ঈশ্বরকেন্দ্রিক। ভারত। আধ্যাত্মিকতাবলে বলীয়ান বলেই ভারতীয় সভ্যতা সেই বৈদিক যুগ থেকে আজও পৃথিবীতে টিকে আছে। ভারতের ধর্ম ও ঈশ্বরকে বাদ দিয়ে ভারতের উন্নতি হবে না একথা স্বামীজী বারবার বলেছেন। ধর্ম বলতে স্বামীজী পূজা, পাঠ, উৎসব, ধর্মীয় আলােচনা, ব্রত, অনুষ্ঠান বােঝাননি। তিনি বলেছেন মানুষের মধ্যে দেবত্ব আছে অর্থাৎ মানুষের সদগুণ, সেগুলির প্রকাশ করার নামই ধর্ম, আর অন্য সব।
No comments