শ্রীরামকৃষ্ণদেবের শ্রেষ্ঠকথার কয়েকটি - Spirituality Religion

Header Ads

শ্রীরামকৃষ্ণদেবের শ্রেষ্ঠকথার কয়েকটি

Sri Ramakrishna


Sri Ramakrishna

Sri Ramakrishna

Sri Ramakrishna
শ্রীরামকৃষ্ণদেবের শ্রেষ্ঠকথার কয়েকটি



  1. ঠাকুরের কৃপাতে কঠিন কাজ সহজ হয়ে যায়। কিন্তু খাঁটি না হলে টেকে না।
  2. আমার কথা পালন না করে শুধু দোহাই দিলে কি হবে?
  3. ঠাকুর সব ক্ষমা করেন, কিন্তু ভাবের ঘরে চুরি তিনি কখনই ক্ষমা করেন না। তিনি বলতেন এখানে মেকি চলে না।
  4. যে ভগবানকে প্রচার করবে তাকে ত্যাগী হতে হবে। অন্য রাস্তা নেই।
  5. (ক) ত্যাগ ছাড়া সত্যকে জানা যায় না। (খ) সত্য কথা কলির একমাত্র তপস্যা।
  6. ভগবানের বিশ্বাস ছাড়া চরিত্র গঠন হয় না।
  7. পশুভাবে মানুষ খালি নেয়। দেবভাবে মানুষ সর্বস্ব দেয়।
  8. যাহা ঈশ্বর থেকে দূরে রাখে তাহাই পাপ। যা ঈশ্বর থেকে নিকটে তাহাই পূণ্য।
  9. সব মন কুড়িয়ে আমাতে (শ্রীরামকৃষ্ণ) এলাে, তাে সবই হল।
  10. বহির্মুখী মন হলে মানুষ পাপী হয়। অন্তর্মুখী হলে সাধু হয়।
  11. লীলা না থাকলে নিত্যকে বােঝা যায় না।
  12. শক্তি ব্যতীত ব্ৰহ্মকে জানবার কোন উপায় নেই।
  13. দেহ ধারণ করলেই শক্তিকে মানতে হয়। যতক্ষণ আমি ততক্ষণ শক্তির এলাকা।
  14. ঈশ্বরকে যদি চাও, মন মুখ এক কর। অন্য উপায় নেই।
  15. সকল দেবদেবীকে প্রণাম করবে কিন্তু একজনার প্রতি নিষ্ঠা রাখবে।
  16. ঠাকুরের সব কথা কিসে মানুষের ঈশ্বর দর্শন হয়, তার জন্য।
  17. মন শুদ্ধির বড় দরকার। মন সঙ্গে যাবে, শরীর পড়ে থাকবে।
  18. হৃদয়ের ভালােবাসা কেবল একজনেরই অধিকারী - তিনি ঈশ্বর। মন কখনাে বিলাতে নেই।
  19. আগে ঈশ্বর লাভ তারপর লেকচার, জীবসেবা ও গুরুগিরি।
  20. তপস্যা না থাকলে শব্দের অর্থ বােঝা যায় না।
  21. নরলীলায় বিশ্বাস হলে তবেই পূর্ণ জ্ঞান হয়।
  22. ঠাকুর বলতেন অকৃতজ্ঞের মুখ দর্শন করতে নেই।
  23. সমস্ত জগৎ সংসারে ঠাকুরের অশেষ দয়া ও করুণা যেমন ছিল, তেমনি কঠোর ছিলেন শিষ্য। বাছাইয়ের বেলায়।
  24. এই দুনিয়ার এক পয়সা কারুর নয়, সব মার। তােমরা বড় মানুষ মার ভাণ্ডারী, অন্য কিছু নও।
  25. লােকে না ভেজিয়ে আপনি ভজিলেই যথেষ্ট প্রচার হয়। যে আপনি মুক্তি হতে চেষ্টা করে সেই যথার্থ প্রচার করে।
  26. আপনাকে (শ্রীরামকৃষ্ণকে) যে যত বুঝবে সে ততই উন্নত হবে।
  27. ঠাকুরের পরম সিদ্ধান্ত - সর্ব ত্যাগ না হলে ভগবানকে পাওয়া যায় না
  28. মানুষের জীবন যাপন প্রনালীতে সত্য, সংযম ও পবিত্রতা থাকা অত্যান্ত প্রয়ােজন।
  29. ঠাকুরের (ভক্তদের জন্য) শেষ আবেদন কতকগুলি শাস্ত্র পড়বার দরকার নেই। তারচেয়ে। নির্জনে তাকে ডাকা ভাল।

No comments

Powered by Blogger.