রামলালদাদার বিবাহের সময় মা যেদিন দেশে যাইবেন সেই দিন আমি দক্ষিণেশ্বরে গিয়াছিলাম ।
Sri Sarada Devi |
Swami
Shivananda
|
BANERSHAR
SHIVA LINGA
|
Swami
Vivekananda
|
Sri
Sarada Devi
|
Sri
Sarada Devi, Swami Vivekananda, Swami Shivananda
|
রামলালদাদার বিবাহের সময় মা যেদিন দেশে যাইবেন সেই দিন আমি দক্ষিণেশ্বরে গিয়াছিলাম ।
অনেকদিন মায়ের সহিত দেখা হইবে না ভাবিয়া আমার মনে খুব কষ্ট হইল । যাইবার সময় মা ঠাকুরকে প্রণাম করিতে আসিলেন । উত্তরের বারান্দায় ঠাকুর গিয়া দাঁড়াইলে মা প্রণাম করিলেন, পায়ের ধুলা লইলেন ।ঠাকুর বলিলেন
"সাবধানে যাবে । নৌকায় রেলে কিছু ফেলে টেলে যেও না ।" মা ও ঠাকুরকে সেই আমি এক সঙ্গে দেখি । তাঁহাদিগকে একত্রে দেখিতে আমার সাধ ছিল । মা নৌকায় রওনা হইলেন । যতদুর দেখা গেল আমি নৌকার দিকে চাহিয়া রহিলাম । নৌকা অদৃশ্য হইলে নহবতে মা যেখানে বসিয়া ধ্যান করিতেন সেখানে বসিয়া খুব কাঁদিতে লাগিলাম । নহবতের পশ্চিম ধারের বারান্দায় দক্ষিণমুখে বসিয়া মা ধ্যান করিতেন । ঠাকুর এদিকে আসিবার সময় আমার কান্না শুনিতে পাইয়াছিলেন । নিজের ঘরে গিয়া আমায় ডাকিয়া পাঠাইলেন । আমি যাইলে তিনি বলিলেন, "ও চলে যেতে তোমার খুব দুঃখ হয়েছে ?" এই বলিয়া আমায় যেন ভুলাইবার জন্য দক্ষিণেশ্বরে ঠাকুর যেসব সাধনা করিয়াছিলেন সেই-সব কথা বলিতে লাগিলেন ; বলিলেন,
" এ-সব কারুকে বোলো না ।"
ঐ দিন ঠাকুরের খুব কাছে বসিয়া কথাবার্তা হইল ।
No comments