প্রশ্ন : মহারাজ, ঠাকুর এক জায়গায় বলেছেন : “যে একবারও আমাকে আন্তরিক ডেকেছে, তাকে আমার কাছে আসতে হবে, এখানে আসতে হবে। একথার অর্থ কী?” - Spirituality Religion

Header Ads

প্রশ্ন : মহারাজ, ঠাকুর এক জায়গায় বলেছেন : “যে একবারও আমাকে আন্তরিক ডেকেছে, তাকে আমার কাছে আসতে হবে, এখানে আসতে হবে। একথার অর্থ কী?”


Sri Ramakrishna

Sri Ramakrishna

Sri Ramakrishna

Sri Ramakrishna

Sri Ramakrishna

Sri Ramakrishna
 প্রশ্ন : মহারাজ, ঠাকুর এক জায়গায় বলেছেন : “যে একবারও আমাকে আন্তরিক ডেকেছে, তাকে আমার কাছে আসতে হবে, এখানে আসতে হবে। একথার অর্থ কী?” 
মহারাজ : এটা তাে ঠিক ঠাকুরের কথা হল না। ঠাকুর বলেছেন : “যাদের ঠিক ঠিক ঈশ্বরে বিশ্বাস আছে, তাদের এখানে আসতে হবে।”
প্রশ্ন :-ঠাকুর আরাে বলেছেন : “যে এখানে এসেছে, তার এটা শেষ জন্ম।” এই কথারই বা তাৎপর্য কী 
মহারাজ : যারা এখানে আসবে তাদের শেষ জন্ম। তাদের আর জন্ম নিতে হবে না—“জন্মবন্ধবিনিমুক্ত। গীতার ভাষায় বললে বুঝতে পারবে হা! ঠাকুরের ভাষায় বললে বুঝতে পারবে না? “জন্মবন্ধবিনিমুক্তাঃ পদং গচ্ছন্ত্যনাময়।” 
প্রশ্ন :-ঠাকুর বলেছেন, এখানে যে আসবে...। তা, ঠাকুর যখন ছিলেন—যাঁরা গেছেন মুক্ত হয়েছেন। এখন আমাদের কী হবেশ্রীমা প্রসঙ্গক্রমে বলেছেন, যতক্ষণ এতটুকুও বাসনা থাকবে, জীবকে আবার আসতে হবে। এখানে আসার পর, ভগবানকে ডাকার পর, ধরা যাক, কেউ মায়ায় জড়িয়ে পড়ল, মনে বাসনা জাগল, তাহলে তাে তার মুক্তি হচ্ছে। না। কিন্তু ঠাকুর বলছেন, যে এখানে আসবে তার শেষ জন্ম। ঠাকুর ও মায়ের কথার মধ্যে বিরােধ দেখা যাচ্ছে। তাই না, মহারাজ? 
মহারাজ : ঠিক। আসল কথা হচ্ছে, বাসনা থাকলে স্বাভাবিকভাবেই আমাদের আবার আসতে হবে। -তাহলে কথাদুটি কি আলাদা হচ্ছে না?
প্রশ্ন :যে এখানে আসবে, তার এটা শেষ জন্ম এবং বাসনা থাকলে আবার আসতে হবে। 
মহারাজ : অর্থাৎ, এখানে এলে বাসনাশূন্য হবে। ঠাকুর বলতে চাইছেনএখানে যারা আসবে তারা ক্রমে বাসনাশূন্য হবে। 
প্রশ্ন :গতকাল ঠাকুরের সাধারণ উৎসব ছিল। কাল তাে লক্ষ লক্ষ লোক এখানে এসেছে, তা সকলের মক্তি হয়ে যাবে
মহারাজ : তারা এখানে আসেনি। তারা মেলায় এসেছে। 
প্রশ্ন :সকলে তাে বেলুড় মঠে এসেছে। তাহলে, এখানে আসার মানেটা কী
মহারাজ : এখানে এসেছি মানে, যারা এখানে জীবন সমর্পণ করেছি। আসার মানে, তার ভাবকে গ্রহণ করা। পরিপূর্ণভাবে। সর্বান্তঃকরণে। আসা মানে এই।। 
প্রশ্ন :মহারাজ, ঠাকুর মথুরবাবু সম্পর্কে বলেছেন, তাকে আবার আসতে হবে। কারণ, তার বাসনা ছিল। 
মহারাজ : হাঁ, বলেছেন, এসে আবার কোথাও রাজা-টাজা হবে। রাজা হয়ে ভােগ করবে, কষ্ট পাবে। কারণ, রাজা হয়ে আসা মানে সমূহ বিপদ ঘাড়ে নেওয়া। 
প্রশ্ন :—মহারাজ, জন্মগ্রহণ মানেই তাে কষ্টভােগ
মহারাজ : হাঁ, ঠাকুর বলেছেন, মথুরের ভােগ আছে, বাসনা আছে। তার ভােগবাসনা ছিল। এমনকী, হৃদয়রাম সম্পর্কেও বলেছেন, তাকে আবার আসতে হবে, কারণ সেও ভােগবাসনাশূন্য ছিল না। 
প্রশ্ন :হৃদয় ঠাকুরের এত সঙ্গ পেল, এত সেবা করল। তাতেও তার হল । 
মহারাজ : না। সুতরাং আমাদের কী গতি হবে। বুদ্ধিমান বুঝে নাও। 

No comments

Powered by Blogger.