প্রশ্নঃ- পূজোয় বসলে কেউ এসে ডাকলে পূজো ছেড়ে কি ওঠা যায় ?
|
|
প্রশ্নঃ- তাঁর লীলাস্থান দেখতে চাওয়াও তো বাসনা ?
উত্তরঃ- এটি শুভ বাসনা । শুভ বাসনা ভালো । অশুভ বাসনা বদ্ধ করে , শুভ বাসনা মুক্ত করে ।
প্রশ্নঃ- মা বলেছেন, নির্বাসনা চাই , এই নির্বাসনা কি মহারাজ ?
উত্তরঃ- নির্বাসনা মানে কোন বাসনা না থাকা । কিন্তু তাতে মন ভরবে কি ? মনে যদি বাসনা না থাকে তবে রইলটা কি ? 'ভক্তি-বাসনা' তো শেষ কথা , আগে অন্য বাসনা গুলো মিটুক ।--- এই হলো সংসারী কথা ।
উত্তরঃ- পরিপ্রেক্ষিত বুঝে বুদ্ধি খাটিয়ে করবে । গুরু যদি দরজায় গিয়ে ধাক্কা দেন , তুমি কি বলবে , 'দাঁড়ান , আমি পূজোটা সেরে নিই ?'
No comments