প্রশ্নঃ- আমরা এত সব ভাল কথা শুনি , সেগুলো কিভাবে কাজে লাগাবো ? - Spirituality Religion

Header Ads

প্রশ্নঃ- আমরা এত সব ভাল কথা শুনি , সেগুলো কিভাবে কাজে লাগাবো ?

Sri Ramakrishna

Sri Ramakrishna

Sri Ramakrishna

Sri Ramakrishna

Sri Ramakrishna

Sri Ramakrishna



     প্রশ্নঃ- আমরা এত সব ভাল কথা শুনি , সেগুলো কিভাবে কাজে লাগাবো ?
       উত্তরঃ -ভাল কথা , ভাল জিনিসগুলি চিন্তা করা , একে 'জাবর কাটা' বলে । ঠাকুর বলেছিলেন ----- 'গরু যেমন জাবর কাটে ।' একেই বলে স্মরণ-মনন ।  শ্রীরামকৃষ্ণলীলা প্রসঙ্গে তোমরা যা পড়েছ মনে রাখবে ---" আবার ঈশ্বরের বিশেষ প্রকাশযুক্ত ঐ সকল স্থান দর্শনাদির পর ঠাকুর আমাদিগকে 'জাবর কাটিতে' শিক্ষা দিতেন । বলিতেন--- ' গরু যেমন জাব খেয়ে নিশ্চিন্ত হয়ে এক জায়গায় বসে সেই সব খাবার উগরে ভাল করে চিবোতো বা জাবর কাটতে থাকে , সেই রকম দেবস্থান তীর্থ স্থান দেখবার পর সেখানে যেসব পবিত্র ঈশ্বরীয় ভাব মনে জেগে ওঠে সেইসব নিয়ে একান্তে বসে ভাবতে হয় ও তাইতে ডুবে যেতে হয় ; দেখে এসেই সেসব মন থেকে তাড়িয়ে বিষয়ে , রূপ-রসে মন দিতে নাই ; তা হলে ঐ ঈশ্বরীয় ভাবগুলি মনে স্থায়ী ফল আনে না ।"

No comments

Powered by Blogger.