প্রশ্ন : মহারাজ, এরকম একটা ভাব আমাদের আছে যে, গৃহস্থ পণ্ডিতের কাছে পড়ব না, সাধুর কাছে পড়ব। - Spirituality Religion

Header Ads

প্রশ্ন : মহারাজ, এরকম একটা ভাব আমাদের আছে যে, গৃহস্থ পণ্ডিতের কাছে পড়ব না, সাধুর কাছে পড়ব।

Sri Ramakrishna

Sri Ramakrishna

Sri Ramakrishna

Sri Ramakrishna

Sri Ramakrishna

Sri Ramakrishna

প্রশ্ন : মহারাজ এরকম একটা ভাব আমাদের আছে যে গৃহস্থ পণ্ডিতের কাছে পড়ব না সাধুর কাছে পড়ব। 
মহারাজ : গৃহস্থ বা সাধু—এরকম ভাগ করছ কেন? তত্ত্বজ্ঞ বা তত্ত্বান্বেষীর কাছে পড়া যায়।
প্রশ্ন -মহারাজ, অনেক পণ্ডিত আবার শাস্ত্র পড়ার আগে বলেন, বারাে বছর ব্যাকরণ পড়ে এসাে। 
মহারাজ : হঁ্যা, বারাে বছর ব্যাকরণও পড়লাম না, আর শাস্ত্রও পড়লাম। 
প্রশ্ন মহারাজ, এরকম হতে পারে যে, পড়ার ইচ্ছা আছে কিন্তু এমন সেন্টারে পড়লাম যে, কাজের চাপে পড়াশােনার সময়ই পাওয়া যাচ্ছে না। 
মহারাজ : এত কাজ কেউ করে না যে, একটু সময় পায় না পড়ার জন্য। শুনেছি, রিলিফের কাজের সময়ে একটুও নাকি সময় পাওয়া যায় না। যদিও আমি রিলিফ করিনি। 
প্রশ্ন :- মহারাজ : একথা একেবারে ঠিক নয়। আচ্ছা বল, খেতে সময় পাও তাে, ঘুমাতে সময় পাও তাে? বেড়াতে, গল্প করতে? নিঃশ্বাস-প্রশ্বাস নিতে? তবেতার মানে, এরই মধ্যে সময় বার করে নিতে হবে। 
মহারাজ :তাই। এই হল আসল কথা। সমুদ্রের সব ঢেউ শেষ হবে তারপর সমুদ্রে স্নান করব—এ কোনদিন হবে না। সমুদ্রের ঢেউ কোনদিন শেষ হবে না। যা করার এর মধ্যেই করে নেবে। আসল কথা হচ্ছে—নিজের ইচ্ছা।


No comments

Powered by Blogger.