শ্রীমাও জীবনে কত কষ্ট পেয়েছেন। স্বামীজী বা ঠাকুরের অন্যান্য
|
Sri
Ramakrishna
|
Sri
Ramakrishna
|
প্রশ্ন: -ঠাকুর বলেছেন, জগতের দুঃখভােগ এর মধ্য দিয়ে হয়ে গেল। ঠাকুরের এই কথাটার তাৎপর্য কী মহারাজ? এদিকে শ্রীমাও জীবনে কত কষ্ট পেয়েছেন। স্বামীজী বা ঠাকুরের অন্যান্য সন্তানরাও কত কষ্ট-যন্ত্রণা পেয়েছেন। এখনও জগতের লােকের যন্ত্রণা কম দেখছি না তাে!
মহারাজ
:
ঠাকুর
যা বললেন,
তার
কথার তাৎপর্য ঠাকুরই জানেন।
তবে একটা কথা আছে,
খ্রিস্টানরা
বলে—‘vicarious atonement'—পরের
দুঃখ যিশু গ্রহণ করে নিজের
প্রাণ দিলেন শে। এখন এই যে
প্রাণ দেওয়া,
তার
দ্বারা জগতের দুঃখের—পাপের
প্রায়শ্চিত্ত করলেন। জগতের
পাপ কি নিঃশেষে দূর হল?
জগৎটাকে
গীতায় বলা হয়েছে :
“অনিত্যমসুখংলােকমিমং প্রাপ্য ভজস্ব মা।”(গীতা,৯।৩৩)
এই জগৎটা অনিত্য এবং দুঃখময়। এখানে এসে আমার ভজনা কর। এরকম একটা জীবন দেখিয়ে গেলেন ঠাকুর। এইটাই দেখ—তিনি কতটা দুঃখ ভােগ করলেন। তার নিজের তাে অপাপবিদ্ধ শরীর। তাহলে এত কষ্ট হল কেন? তাই বলছেন : যারা আসে তাদের দুঃখকষ্ট নিতে হয়। এই শরীরের ওপর দিয়ে ভােগ হয়।
এই জগৎটা অনিত্য এবং দুঃখময়। এখানে এসে আমার ভজনা কর। এরকম একটা জীবন দেখিয়ে গেলেন ঠাকুর। এইটাই দেখ—তিনি কতটা দুঃখ ভােগ করলেন। তার নিজের তাে অপাপবিদ্ধ শরীর। তাহলে এত কষ্ট হল কেন? তাই বলছেন : যারা আসে তাদের দুঃখকষ্ট নিতে হয়। এই শরীরের ওপর দিয়ে ভােগ হয়।
প্রশ্ন:—অর্থাৎ জগতের দুঃখভােগ নাশ
হয়ে যাবে,
এটা
এর তাৎপর্য নয়।
মহারাজ :
ঠিক,
তাহলে
জগৎটা আর জগৎ থাকত না।
মহারাজ
:
আগের
কথা বলছেন না তাে। এইখানে আসতে
হবে,
তার মানে
বর্তমানের কথা বলছেন,
ভবিষ্যতের
কথা বলছেন।
No comments