আগেও তাে মানুষ মুক্তি পেত। এখন আবার মুক্তি পাওয়ার জন্য একটা অন্য জিনিস, নতুন জিনিস গ্রহণ করতে হবে কেন?
|
Sri
Sarada Devi
|
Ma
Bhabatarini (Kali)
|
BANERSHAR
SHIVA LINGA
|
Swami
Vivekananda
|
Sri
Sarada Devi, Swami Vivekananda, Swami Shivananda
|
প্রশ্ন:—তা,
আমাদের
কাছে মনে হয়,
তিনি
কি একটা নতুন শর্ত আরােপ করলেন?
মহারাজ
:
নতুন
শর্ত তাে নয়। আদর্শটা কতকটা
নতুন। কারণ,
অবতারেরা
যখন আসেন তখন পুরনােকে যেমন
রক্ষা করেন তেমনি আবার নতুন আদর্শও
একটা দিয়ে যান।
প্রশ্ন:-আগেও
তাে মানুষ মুক্তি পেত। এখন
আবার মুক্তি পাওয়ার জন্য
একটা অন্য জিনিস,
নতুন
জিনিস গ্রহণ করতে হবে কেন?
মহারাজ
:
আগে
যে মুক্তির পথ দেখানাে হয়েছে,
সেটা
খুব কঠিন পথ ছিল। নতুন অবতার
এসে সেটা সােজা করে দিয়েছেন।
প্রশ্ন:–আচ্ছা,
এখানে
মুক্তির পথ কঠিন হয়নি,
বরং
সহজ হয়েছে।
মহারাজ
: হ্যাঁ।
প্রশ্ন:—এখানে
আসতেই হবে,
এই
যে জোর করে কথাটা বলা,
এটা
কি একটা শর্ত হয়ে যাচ্ছে না?
মহারাজ
:
আসতেই
হবে মানে,
এই
ভাবটা তাকে নিতে হবে।
প্রশ্ন:-এই
ভাব ছাড়া মুক্তি হবে না ?
মহারাজ
:
কঠিন
কথা।
No comments