প্রশ্ন : মহারাজ, গুরু কে? - Spirituality Religion

Header Ads

প্রশ্ন : মহারাজ, গুরু কে?

Sri Ramakrishna


Sri Sarada Devi

Sri Sarada Devi

Sri Ramakrishna

Sri Ramakrishna

Sri Ramakrishna

Sri Ramakrishna

প্রশ্ন : মহারাজ, গুরু কে 
মহারাজ : গুরুগীতায় ‘গুরু’ শব্দটির তাৎপর্য এভাবে ব্যাখ্যা করা আছে— 
গুশব্দশান্ধকারঃ স্যাজ্ৰশব্দস্তন্নিরােধক। 
অন্ধকারনিরােধিত্বাৎ গুরুরিত্যভিধীয়তে।” (শ্লোক-২০) —“গু’ শব্দের অর্থ হল অন্ধকার, ‘রু’ শব্দের অর্থ নিরােধক। অন্ধকার বা অজ্ঞানকে যিনি নিরুদ্ধ করেন, তাঁকে ‘গুরু’ বলা হয়। গুরুস্তোত্রে আছে— 
অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া। 
চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ  শ্রীগুরবে নমঃ।” (শ্লোক-)
 —অজ্ঞান-তিমিরে আচ্ছন্ন ব্যক্তির চক্ষুকে যিনি জ্ঞানরূপ শলাকা দ্বারা উন্মােচিত করেন, তিনিই গুরু। 
প্রশ্ন : সদগুরুর লক্ষণ কী মহারাজ? 
মহারাজ : সদগুরুর কোন আকাঙ্ক্ষা, বিষয়-কামনা থাকবে না। গুরু যদি শিষ্য করে তার সঙ্গে কারবার করেন, তাহলে হবে না। গুরু সদ্গুরু হলে তাঁর সান্নিধ্যে এলে মন শুদ্ধ হবে। সেই গুরু যে-পথে নিজে চলবেন—সেই পথ শিষ্যকে বলে দিতে পারেন। সেই পথে শিষ্য চললে পবিত্র জীবন যাপন করতে পারবে।
প্রশ্ন : যারা কুলগুরুর কাছে ‘দীক্ষা নিয়েছে, তাতে তাদের কি কোন কাজ হবে? 
মহারাজ : ভগবানের নাম যে-কারাের কাছ থেকে নিলেই হল। 
প্রশ্ন : গুরুকৃপা কী করে হয়
মহারাজ : গুরুর কৃপা হয় গুরুকে ভালবাসলে। এখন বলবে ভালবাসা কী করে হয়, না, ভালবাসতে বাসতে।


No comments

Powered by Blogger.