শ্রীশ্রীমায়ের অমৃত কথা 1-8 - Spirituality Religion

Header Ads

শ্রীশ্রীমায়ের অমৃত কথা 1-8

শ্রীশ্রীমায়ের অমৃত কথা 1-8

Sri Sarada Devi

Sri Sarada Devi

Swami Shivananda

Swami Shivananda

BANERSHAR SHIVA LINGA

BANERSHAR SHIVA LINGA

Sri Sarada Devi

Sri Sarada Devi

Swami Vivekananda

Swami Vivekananda
  1. একজন ভক্ত জিজ্ঞাসা করিলেন “মা ওরা (আপনার আত্মীয়রা) এত আপনার সঙ্গ করছেন তবু একটুও জ্ঞান হয় না কেন?” মা বলিলেন “সব বাঁশ, শিমূল, আমড়া গাছ, চন্দনে কাছে থাকলে কি হবে? সারবান বৃক্ষ হওয়া চাই।
  2. মা কহিলেন “সকলেই (ভাইরা, আত্মীয়রা) কি আর ভগবতীকে চিনতে পারে, মা ? ঘাটে একখানা হীরা পড়ে ছিল। সব্বাই পাথর মনে করে তাতে পা ঘযে স্নান করে উঠে যেত। একদিন এক জহুরী সেই ঘাটে এসে দেখে চিনলে যে, সেখানা এক প্রকাণ্ড মহামূল্য হীরা। শ্রীমায়ের নিকট এইরূপ জহুরী আসিত কয়জন ? না আত্মীয়রা না ভক্তরা। লাখে দু একটি।
  3. বাবা মায়ের তপস্যা না থাকলে কি (ভগবান) জন্ম নেয়। ভাগ্যবান না হলে এমন হয় না। ক্ষুদ্র জায়গায় থাকলে মনও ক্ষুদ্র হয়। খােলা জায়গায় দিলও খােলা হয়।
  4. মা স্পষ্টই বলিলেন “যে মন তুলে নিয়েছি তা আর নামবে না জেনাে।” ওদের (রাধু, মাকু, নলিনীদিদি) দেশে পাঠিয়ে দিলে ভাল হত। তবে যেন আমার কাছে আর ওরা না আসে। আমার আর ওদের ছায়া দেখতে ইচ্ছা নেই। ওদের (রাধুর ছেলেকে) মায়া একেবারে কাটিয়েছি। যা যা আর পারব নি।”
  5. জনৈক ভক্ত বলিলেন “মা আপনার কেন এত আসক্তি, রাত দিন রাধী রাধী করছেন। ঘাের সংসারীর মতাে।” মা উত্তেজিত হইয়া বলিলেন - “তুমি এ রকম কোথায় পাবে ? আমার মতাে আর একটি বের কর দেখি। কি জান, যারা পরমার্থ খুব চিন্তা করে, তাদের মন সূক্ষ্ম শুদ্ধ হয়ে যায়। সেই মন যা ধরে, সেটাকে খুব আকড়ে ধরে। তাই আসক্তির মতাে মনে হয়। বিদ্যুৎ যখন চমকায়, কতখানি আর্শিতেই লাগে, খড়খড়িতে লাগে না।”
  6. রাধু নত হয়ে শ্যামদাস কবিরাজকে প্রণাম করলাে। কবিরাজ চলে যেতে কেউ কেউ বললে, উনি কি ব্রাহ্মণ ? মা না, বৈদ্য।তবে যে প্রণাম করতে বললেন? মা- তা করবে না ? কত বড় বিজ্ঞ। ওঁরা ব্রাহ্মণতুল্য। আবার গােলাপ মার মতে ব্রাহ্মণরা গােয়ালার মেয়েকে প্রণাম করিলে, ছােট জাতের অহঙ্কার বৃদ্ধি হয়, তাহারা ধরাকে সরা মনে করে।
  7. মা - বিষ্ঠা তাে আর ছুঁসনি। কলের জলে নেয়ে গঙ্গার জল স্পর্শ করলেই তাে হল। নলিনীর শরীর ভাল ছিল না। আর ছুঁলেই বা কি ? পেটের মধ্যেও তাে রয়েছে। ঠাকুর বলতেন একটা গামলায় ডাল, ভাত, তরকারী, ছানা, মাখন রেখে দাও, দু-দিন পরে পচে দুর্গন্ধ হবে। বিষ্ঠা তাে তাই। তিনি দক্ষিণাশ্বরে নিজের মল মুখে দিয়েছিলেন।
  8. কালী মামা ও বরদা মামার মধ্যে রাস্তা লইয়া বচসা, শেষে হাতাহাতি হইবার উপক্রম হইয়াছে। মা আর স্থির থাকিতে না পারিয়া উভয়কে বকিতে লাগিলেন। তারপর মাও সক্রোবে বারান্দায় বসিয়া হসিতেছেন ও বলিতেছেন মহামায়ার কি মায়া গাে ! অনন্ত পৃথিবটা পড়ে আছে, এও পড়ে থাকবে। জীব এইটুকু আর বুঝতে পারে না। বলিয়া আরও হাসিতে লাগিলেন।

No comments

Powered by Blogger.