সাধুজীবনের মূল কথা-- স্বামী চেতনানন্দজী মহারাজ - Spirituality Religion

Header Ads

সাধুজীবনের মূল কথা-- স্বামী চেতনানন্দজী মহারাজ

সাধুজীবনের মূল কথা-- স্বামী চেতনানন্দজী মহারাজ

Sri Ramakrishna


Sri Ramakrishna

Sri Ramakrishna




ভগবদ্দর্শনের উপায়ঃ-- স্বামী চেতনানন্দজী মহারাজ

একদিন তাঁরা (স্বামী নির্বানান্দজী মহারাজ প্রমুখ সাধুরা সকলে স্বামী তুরীয়ানন্দজী মহারাজের কাছে গেছেনগিয়ে বলছেন ঃ
 “মহারাজ। গৃহ-পরিবার-পরিজন প্রভৃতি ছেড়ে তাে এলামকিন্তু ভগবানদর্শন তাে হলাে না।”
 তখন পূজনীয় হরি মহারাজ বললেন :
 “দেখতােমরা কল্পতরুর তলায় এসেছ। কত ফল ঝুলছে সেই গাছে। এই গাছের তলায় যদি পড়ে থাকোতবে একদিন না একদিন ফল নিশ্চয়ই পাবে। কিন্তু যদি এই মুহূর্তে ফল চাও তাে তবে গাছে নাড়া দাও।” 
এই কথাটা আমার মনে খুব দাগ কেটেছিল— 
“ফল যদি এখন চাও তত গাছে নাড়া দাও।”
 এটা অত্যন্ত দরকার।
 আমাদের ভগবানের জন্য সেরকম ক্ষুধা নেই। 
“ঈশ্বরে অনুরাগ”
 বলে দুটি শব্দ আছে।
 অনুরাগের তিনটি লক্ষণ আছে-
  1. প্রথম হল কামনা শূন্যতা-কোন কামনা থাকবে না। 
  2. দ্বিতীয় ভয়হীনতা-কোন ভয় থাকবে না। 
  3. তৃতীয়—ঈশ্বরে বিশ্বাস। 
কেউ শ্ৰীমকে জিজ্ঞাসা করেছিল আপনি শ্রীরামকৃষ্ণের কাছ থেকে কি পেয়েছেন?
 তিনি উত্তর দিয়েছিলেন
জ্বলন্ত বিশ্বাস”
—এই আমরা পেয়েছিলাম প্রভুর কাছ থেকে।
  • বিশ্বাস
  • ভগবানে বিশ্বাস
  • গুরুর প্রতি বিশ্বাস
আর যেটা গুরুত্বপূর্ণ তা হল—
আত্মবিশ্বাস।
-- স্বামী চেতনানন্দজী মহারাজ

No comments

Powered by Blogger.