সাধুজীবনের মূল কথা -- স্বামী শঙ্করানন্দজী মহারাজ II VISIT TODAY SARADA
সাধুজীবনের মূল কথা -- স্বামী শঙ্করানন্দজী মহারাজ
Ma
Bhabatarini (Kali)
|
Sri
Sarada Devi
|
BANERSHAR
SHIVA LINGA
|
Sri
Sarada Devi
|
Swami
Vivekananda
|
ঈশ্বরােপলব্ধি ঃ-- স্বামী শঙ্করানন্দজী মহারাজ
এই
জীবনেই ভগবান লাভ সম্ভব। যদি
শুধু ভগবানের উপর নির্ভর কর,
তাঁর নির্দেশ ঠিক ঠিক মেনে চলাে,
আর
দর্শন দিয়ে কৃপা করাে বলে
সর্বদা প্রার্থনা কর। তাহলে
জীবনের অন্তিম মুহূর্তেও
অনেক সাধক তাঁর কৃপায় তাঁকে
লাভ করেছেন। রসিকের কথাই ধর,
তিনিও
ভগবানের কৃপা লাভ করেছিলেন।
ব্রহ্মচর্য পালন,
পবিত্রতা
অর্জন;
ঐকান্তিক
সাধনা আর নিধারিত কর্মকে
পূজাজ্ঞানে সম্পাদন --সাধু
জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ।
--
স্বামী
শঙ্করানন্দজী মহারাজ
No comments