প্রাচীন সাধুদের কথা -- স্বামী অচলানন্দজী মহারাজ II VISIT TODAY RAMAKRISHNA - Spirituality Religion

Header Ads

প্রাচীন সাধুদের কথা -- স্বামী অচলানন্দজী মহারাজ II VISIT TODAY RAMAKRISHNA

প্রাচীন  সাধুদের কথা -- স্বামী অচলানন্দজী মহারাজ II VISIT TODAY RAMAKRISHNA

Sri Ramakrishna

Sri Ramakrishna

Sri Ramakrishna

Sri Ramakrishna


 চারযােগের সমন্বয় ়?


আমাদের সাধুজীবনের তৃতীয় অনন্য বৈশিষ্ট্য হল চার যােগের সমন্বয়। যদিও প্রত্যেক যােগই- ঈশ্বরােপলব্ধির স্বয়ং সম্পূর্ণ পথ, তথাপি যথার্থ উপায় হল একজনের জীবনে চারযােগের সম্মিলন ঘটানাে।
-- স্বামী ভজনানন্দজী মহারাজ,

স্বামী অচলানন্দজী মহারাজ
স্বামী অচলানন্দজী মহারাজ

কর্ম ও উপাসনা ?


কর্ম ও উপাসনা একই সাথে পাশাপাশি চলবে। আমাদের আচার্যগণ, সাধনভজনের সঙ্গে সঙ্গে কাজকর্মকেও নিষ্ঠার সঙ্গে করতে বলেছেন। আমরাও তা অন্তরের অন্তঃস্থল দিয়ে জানি। কিন্তু কাজকর্ম অনেক বেড়ে যাওয়াতে উপযুক্ত যথেষ্ট লােক না থাকাতে আশ্রমগুলি এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছে যে, সেখানে কর্মীরা তাঁদের সমস্ত কর্ম শেষ করে সুগভীর আধ্যাত্মিক সাধনা বা স্বাধ্যায়-এর জন্য প্রয়ােজনীয় সময় পান না। যদিও বা একটু সময় থাকে, তাও আবার বাহ্যিক বিষয়ে খরচ হয়ে পড়ে, খবরের কাগজ পড়ে, পরনিন্দা-পরচর্চা করে বা অর্থহীন গালগল্পে। সেজন্য সাধনার জন্য আর কোন সময়ই অবশিষ্ট থাকে না।
-- স্বামী অচলানন্দজী মহারাজ




No comments

Powered by Blogger.