সাধুজীবনের মূল কথা-- স্বামী ভজনানন্দজী মহারাজ II VISIT TODAY SARADA
সাধুজীবনের মূল কথা-- স্বামী ভজনানন্দজী মহারাজ II VISIT TODAY SARADA
Sri
Sarada Devi
|
Ma
Bhabatarini (Kali)
|
Swami
Shivananda
|
BANERSHAR
SHIVA LINGA
|
Swami
Vivekananda
|
Sri
Sarada Devi, Swami Vivekananda, Swami Shivananda
|
a)
আন্তঃত্যাগের
উপর সবিশেষ জোর দাও বাহ্যিক
লক্ষণ সমূহের (যেমন
কমন্ডলু,
খড়ম,
পরিব্রাজন
ইত্যাদি)
পরিবর্তে।
শ্রীরামকৃষ্ণ কামিনী-কাঞ্চন
ও অহংত্যাগকে সন্ন্যাসীর
সর্বাধিক কর্তব্য বলে মনে
করতেন। রামকৃষ্ণ সঙ্ঘের
সন্ন্যাসী সম্প্রদায়ের
বেদীতে শ্রীরামকৃষ্ণ যে চরম
পবিত্রতা ও সাধনার আগুন জ্বেলে
গেছেন,
তা
যেন সন্ন্যাসীদের দুর্গের
মতাে রক্ষা করে।
-- স্বামী
ভজনানন্দজী মহারাজ,
স্বামী
কল্যাণানন্দজী বলেছিলেন,
“তােমাদের
অহংকার,
স্বার্থপরতা
ছাড়তেই হবে,
আর
প্রেমও হবে নিঃস্বার্থ সেবাময়।”
স্বার্থহীনতা
আর অহংশূন্যতা সাধু জীবনে
খুবই গুরুত্বপূর্ণ। আমরা
শ্রীশ্রীঠাকুর ও শ্রীশ্রীমায়ের
সন্তান,
স্বামীজীর
অনুগামী-এইই
আমাদের একমাত্র গর্ব। এই গৌরব
তুমি পােষণ করাে বাকি সব দূর
করে দাও।
--
স্বামী
সর্বগতানন্দজী মহারাজ
No comments