সাধুজীবনের মূল কথা-- স্বামী প্রবুদ্ধানন্দজী মহারাজ II VISIT TODAY RAMAKRISHNA - Spirituality Religion

Header Ads

সাধুজীবনের মূল কথা-- স্বামী প্রবুদ্ধানন্দজী মহারাজ II VISIT TODAY RAMAKRISHNA

Sri Ramakrishna


Sri Ramakrishna

Sri Ramakrishna

Sri Ramakrishna

Sri Ramakrishna


 মানুষের সম্মান হজম করাঃ

স্বামী ত্যাগীশানন্দজী মহারাজ বলতেন, “মান-সম্মানকে সামান্য ব্যাপার ভেবাে না। তােমাদের এটা হজম করতে হবে। মান-সম্মান তুমি পেতেই পারাে, তবে এটাকে হজম করা সহজ নয়। যদি অনেক লােক তােমায় সম্মান করে তাে তুমি ভয়ঙ্কর পরিস্থিতিতে রয়েছে জানবে। কারণ, অত সম্মান হজম করা মােটেই সহজ কথা নয়, এ খুবই শক্ত কাজ। তােমাকে নিজের সম্মান বজায় রাখতে হবে।” মহারাজ শেষে বলতেন, “যখন একজন ভক্ত তােমায় প্রণাম করেন, আসলে তখন তিনি যেন এক নির্দেশ দেন যে, তুমি অতি অবশ্যই তােমার আদর্শ মেনে জীবন-যাপন করবে। তুমি অতি অবশ্যই আদর্শ অনুসরণ করবে।

-- স্বামী প্রবুদ্ধানন্দজী মহারাজ




No comments

Powered by Blogger.