সাধুজীবনের মূল কথা-- স্বামী ভূতেশানন্দজী মহারাজ IIVISIT TODAY RAMAKRISHNA
|
Sri
Ramakrishna
|
Sri
Ramakrishna
|
Sri
Ramakrishna
|
মান সম্মানের আশায় ছুটো নাঃ
আমরা
কারুর কাছ থেকে সম্মান পাবার
অপেক্ষা রাখবাে না,
কিন্তু
সকলকেই শ্রদ্ধা করবাে। এই
সম্মান লাভের আশা অন্তরে লালন
করার অর্থ নিজ আদর্শের সঙ্গে
সমঝােতা করা।--
স্বামী
ভূতেশানন্দজী মহারাজ
মানুষের সঙ্গে মেলামেশা
গৃহস্থদের
মাঝে গিয়ে দু ঘন্টা ধরে
গল্পগুজপ করা,
চা
পান করা-এসব সাধু জীবনে ক্রমপতনের
সঙ্কেত। যখন আশ্রমের বাইরে
যাবে,
তখন নিজেকে
জল থেকে তােলা মাছের মতাে
ভাববে। সর্বদা ভাববে “আমি একজন সাধু তাদের সাথে বেশী
মিশলে তাদের ভাব আমাতে সঞ্চারিত।
হবে।” ক্লাস করতে যাবার নাম
করে গৃহস্থের বাড়িতে গিয়ে
খাওয়া-দাওয়া।
করা এসব কি ?
ক্লাস
নিতে হয় তাে কারাের বাড়িতে
গিয়ে কেন ?
সমাজগৃহে
বা সর্বসমক্ষে যেতে পারাে।
সাধুদের নিজেদের দোষত্রুটিও
ভক্তদের সঙ্গে আলােচনা করা
বুদ্ধিমানের কাজ নয়।
--
স্বামী
বীরেশ্বরানন্দজী মহারাজ ।
No comments