প্রাচীন সাধুদের কথা-- স্বামী বীরেশ্বরানন্দজী মহারাজ II VISIT TODAY RAMAKRISHNA
যথার্থ
ভাব
কাজ
যদি সঠিক ভাব নিয়ে না করা
হয়,
তাহলে
কেবল অহংকারই বেড়ে যায়।
একজন প্রবীন সাধু কোন কিছু
নির্দেশ দিলে আমরা পাল্টা
প্রশ্ন আর তর্ক করতে শুরু করে
দিই। সংঘে প্রবীনদের সঙ্গে
নবীনদের যত সমস্যা সে সবের
মূলে এই অহংকার। কাজ করার সময়
তুমি অবশ্যই প্রভুর স্মরণ-মনন
করবে আর তারঁ কাছে নিজেকে সমর্পণ
করবে। কখনাে কোন প্রশংসা বা
অভিযােগ নিজের বলে গ্রহণ করবে
না। জানবে তুমি প্রভুর দাস
মাত্র। তাহলে অহংকার আপনা
আপনিই চলে যাবে।
--
স্বামী
বীরেশ্বরানন্দজী মহারাজ
কর্ম ও উপাসনা
এক
মুহূর্তের জন্যও ভুলাে না
যে,
তুমি
একজন সাধু। যে কাজে তােমাদের
মন বিক্ষিপ্ত হয় সেই কাজ করার
সময় যদি সর্বদা জপ করতে থাকো,
তাহলে
তাে আর কোন সমস্যাই থাকে না।
--
স্বামী
বীরেশ্বরানন্দজী মহারাজ
No comments