প্রাচীন সাধুদের কথা
প্রাচীন সাধুদের কথা
Sri
Ramakrishna
|
Sri
Ramakrishna
|
Sri
Ramakrishna
|
Sri
Ramakrishna
|
সন্ন্যাসীর
পক্ষে ত্যাগ। তারা স্ত্রীলােকের
চিত্রপট পর্যন্ত দেখবে না।
মেয়েমানুষ তাদের পক্ষে বিষবৎ।
অন্তত দশহাত অন্তরে,
একান্তপক্ষে
একহাত অন্তরে থাকবে। হাজার
ভক্ত স্ত্রীলােক হলেও তাদের
সঙ্গে বেশি আলাপ করবে না। এমন
কি সন্ন্যাসীর এরূপ স্থানে
থাকা উচিৎ,
যেখানে
স্ত্রীলােকের মুখ দেখা যায়
না,
বা
অনেককাল পরে দেখা যায়। টাকাও
সন্ন্যাসীর পক্ষে বিষ। টাকা
কাছে থাকলেই ভাবনা,
অহঙ্কার,
দেহের
সুখের চেষ্টা,
ক্রোধ
-
এই
সব এসে পড়ে। রজোগুণ বৃদ্ধি
করে। আবার রজোগুণ থাকলেই
তমােগুণ। তাই সন্ন্যাসী কাঞ্চন
স্পর্শ করে না। কামিনী-কাঞ্চন
ঈশ্বরকে ভুলিয়ে দেয়।কথামৃত ১৮৩
No comments