প্রাচীন সাধুদের কথা
প্রাচীন সাধুদের কথা
Sri
Ramakrishna
|
Sri
Ramakrishna
|
Sri
Ramakrishna
|
সন্ন্যাসীর
নির্জলা একাদশী;
সন্ন্যাসী
যদি ভােগ রাখে,
তা
হলেই ভয়। কামিনী-কাঞ্চন
ভােগ,
যেমন
থুথু ফেলে আবার থুথু খাওয়া।
টাকা-কড়ি,
মান-সম্রম,
ইন্দ্রিয়-সুখ
এইসব ভােগ। সন্ন্যাসীর ভক্ত
স্ত্রীলােকের সঙ্গে বসা বা
আলাপ করাও ভাল নয় -
নিজেরও
ক্ষতি আর অন্য লােকেরও ক্ষতি।
অন্য লােকের শিক্ষা হয় না,
লােকশিক্ষা
হয় না। সন্ন্যাসীর দেহধারণ
লােকশিক্ষার জন্য। কথামৃত ৭৯০
********
বিষয়ের
উপর,
কামিনী-কাঞ্চনের
উপর ভালবাসা থাকলে হয় না।
সন্ন্যাস করলেও হয় না যদি
বিষয়াসক্তি থাকে। যেমন থুথু
ফেলে আবার থুথু খাওয়া!
...কথামৃত 130
********
No comments