প্রাচীন সাধুদের কথা - Spirituality Religion

Header Ads

প্রাচীন সাধুদের কথা

At any cost, any price, any sacrifice

Sri Ramakrishna



Sri Ramakrishna

Sri Ramakrishna

Sri Ramakrishna

Sri Ramakrishna



At any cost, any price, any sacrifice (ওর জন্য যতই ত্যাগ ও কষ্ট স্বীকার করতে হােক) ঐটি আমাদের ভিতর না ঢােকে – আমরা দশ জন হই, দুই জন হই Do not care (কুছ পরােয়া নেই) কিন্তু ঐ কয়টা Perfect Characters (সর্বাঙ্গসম্পূর্ণ চরিত্র) হওয়া চাই। আমাদের ভিতর যিনি পরস্পরের গুজুগুজু নিন্দা করবেন বা শুনবেন, তাকে সরিয়ে দেওয়া উচিৎ। ঐ গুজুগুজু সকল নষ্টের গােড়া - বুঝতে পারছ কি ? বাণী রচনা ৭/৩৯
*****

পরােপকারার্থে ঘাস খাইয়া জীবন ধারণ করা ভাল। গেরুয়া কাপড় ভােগের জন্য নহে, মহাকার্যের নিশান-কায়মনােবাক্যে ‘জগদ্ধিতায়’ দিতে হইবে। বাণী রচনা ৭/40
********
আমরা সন্ন্যাসী, ভক্তি-ভুক্তি-মুক্তি—সব ত্যাগ। জগতের কল্যাণ করা, আচণ্ডালের কল্যাণ করা - এই আমাদের ব্রত, তাতে মুক্তি আসে বা নরক আসে। বাণী রচনা /৫৩-৫৪


No comments

Powered by Blogger.