প্রাচীন সাধুদের কথা
প্রাচীন সাধুদের কথা
Sri
Ramakrishna
|
Sri
Ramakrishna
|
Sri
Ramakrishna
|
মহৎ ব্যক্তির জীবনের পরীক্ষা
মহৎ
ব্যক্তি মানুষকে তাঁর দিকে
আকর্ষণ করেন – এটাই তাঁর জীবনের
একটা পরীক্ষা। তাঁর আধ্যাত্মিক
শক্তি এমনই যে,
মানুষ
তাঁর প্রতি আকৃষ্ট হয়। অন্যজন
ভীষণভাবে স্বার্থপর। প্রত্যেকেই
তার কাছ থেকে বিতাড়িত হয়।
মানুষ তার কাছ থেকে পালিয়ে
যায়। তারা তার সঙ্গে থাকতে
চায় না। একে জনবহিষ্করণ এবং
প্রথমটিকে বলা হয় জন-আকর্ষণ।
যে চরিত্র জনসাধারণকে আকর্ষণ
করে সেটি উন্নত চরিত্র। তােমার
প্রচেষ্টা ব্যতীতই জনসাধারণ
তােমাকে ভালবাসে ও সম্মান
দেয়। তারা তােমার কাছে আসে
কারণ,
তােমার
মধ্যে চমৎকার কিছু বিরাজ করছে।
অন্যজন। খুব উদ্ধত ও অহংকারী।
আমরা ওই অহংকারের দ্বারাই
নিজেদের অবহেলিত বােধ করি।
জনসাধারণ ওই অহংকারের দ্বারাই
পীড়িত হয়।।
--স্বামী
রঙ্গনাথানন্দজী মহারাজ
No comments