প্রাচীন সাধুদের কথা - Spirituality Religion

Header Ads

প্রাচীন সাধুদের কথা

Sri Ramakrishna

Sri Ramakrishna

Sri Ramakrishna

Sri Ramakrishna

Sri Ramakrishna

Sri Ramakrishna

Sri Ramakrishna

Sri Ramakrishna



সাধুজীবন সম্পর্কে শাস্ত্র বলে, ক্ষুরস্য ধারা নিশিতা দুরত্যয়া'। এটা সহজ নয়। কিন্তু সম্পূর্ণ বিশ্বাস, ভগবানের কৃপা ও ঠাকুরের প্রতি আত্মসমর্পণ করে আমাদের জীবনকে চালনা করতে হবে। উপরােক্ত সাধনাগুলিকে আমাদের জীবনে অনুসরণ ও অনুশীলন করতে হবে। তাহলে, বয়স্ক সাধুদের এই সকল বক্তৃতা আমাদের ব্যক্তিগত সাধুজীবনকে দৃঢ়ভাবে গঠন করাবে। আমরা প্রচুর পড়তে ও বলতে পারি। কিন্তু ব্যবহারের ক্ষেত্রে আমরা অসুবিধা বােধ করি। কিন্তু আমাদের ঈশ্বরােপলব্ধির জন্য লড়াই করতে হবে। সুতরাং সাধুজীবনের অর্থই হল লড়াই-লড়াই, লড়াই, লড়াই। তাহলেই, আমরা ভগবানের কৃপায় লক্ষ্যে পৌঁছাতে পারবাে। 
চরম মুক্তিলাভ সাধুজীবনের একটি লক্ষ্য। মুক্তির জন্যই প্রত্যেকটি জীবাত্মা ক্রন্দন করে – মুক্তি, মুক্তি, মুক্তি। জগৎ যখন তুচ্ছ কামনা ও আবেগের আবরণ দ্বারা রুদ্ধ হয়, ভুল স্থানে ও ভুল পথে অচেতনভাবে মুক্তির জন্য অনুসন্ধান চালায়, তখন একজন সাধু তার গুরু, শাস্ত্র ও তার নিজ আধ্যাত্মিক জ্ঞানের শক্তি সহায়ে এটাকে সঠিক স্থানে ও সঠিক পথে সচেতনভাবে পরিচালিত করে। এই সম্পর্কে আমাদের বয়স্ক সাধুদের মন্তব্যগুলি প্রণিধানযােগ্য।
স্মরণ করা যাক যে, আমরা শ্রীরামকৃষ্ণ (শ্রীগুরুমহারাজ)-এর আন্তর্জাতিক পরিবারের সদস্য। আমাদের কখনও ভুললে চলবে না যে, আমরা তাঁর সন্তান, এবং আমরা যতই অযােগ্য হই না কেন তাঁর অসীম কৃপার দ্বারাই তাঁর কাজ নির্বাচিত হয়। সুতরাং ত্যাগ ও সেবার আন্তরিক অনুশীলন, আমাদের মধ্যে বিশ্বাস, আমাদের বয়ঃজ্যেষ্ঠদের ওপর বিশ্বাস এবং আমাদের ভাইদের ওপর ভালবাসার মধ্য দিয়েই মুক্তির সাধারণ লক্ষের জন্য প্রচেষ্টা চালাতে হবে।”
আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি ও ভ্রাতৃগণ, তােমরা সকলেই শ্রীরামকৃষ্ণের সন্তান। বাহ্যিক ঐশ্বর্যের চমৎকারিত্বের মধ্যে এবং কাজের হৈ চৈ-এর মধ্যে তােমাদের আদর্শকে ভুলে যেও না; এই আদর্শের জন্য তােমরা তােমাদের বাবা-মাকে কাঁদিয়ে গৃহ-স্বাচ্ছন্দ্যকে ত্যাগ করেছাে। তােমাদের জীবনের বিনিময়ে সেই আদর্শে পৌঁছানাের জন্য দৃঢ়মনা হও—‘মন্ত্রের সাধন, কিংবা শরীর পাতন। এই তেজকে বজায় রাখতে ঠাকুর ও স্বামীজীকে সামনে রেখে অদম্য শক্তি নিয়ে আমাদের। এগিয়ে যেতে হবে। ভগবান আমাদের সাহায্য করবেন।”











No comments

Powered by Blogger.