প্রাচীন সাধুদের কথা - Spirituality Religion

Header Ads

প্রাচীন সাধুদের কথা

Sri Ramakrishna

Sri Ramakrishna

Sri Ramakrishna

Sri Ramakrishna

Sri Ramakrishna

Sri Ramakrishna


একঘেয়েমীঃ

আমাদের জীবনের লক্ষ্য, উদ্দেশ্য, অর্থকে ভুললে চলবে না। কিছু লােক কাজ করেই চলেন, কিন্তু যথেষ্ট স্থিরতা, ধ্যান ও ভগবদ্ভাবনা তাঁদের মধ্যে স্থান পায় না। অতএব কয়েক মাস কাজ করার পর তাঁরা নীরস (একঘেয়েমী) বােধ করেন, এবং প্রায়ই অনুভব করেন যে, এই জীবনের কোন রুচিবােধ নেই; কেবল কাজ আর কাজ। মানুষ যে আধ্যাত্মিক আনন্দের কথা বলেন তা কোথায় ? আনন্দ, ভাবসমাধি এবং এই সকল শব্দ যা আমরা বই-এ পড়ি সেগুলি কোথায় ? সুতরাং যখন তাঁরা মন্দিরে যান, তখন তাঁরা প্রার্থনা করার চেষ্টা করেন, কিন্তু এটা সেই জিনিস নয়। অতএব, মানুষের অন্তরে রহস্যজনক দিক আছে যা ঠাকুর, মা, স্বামীজীর মন্ত্র জপের মত নির্দেশকে কেন্দ্র করে। এটাকেও পাশাপাশি উন্নত করতে হবে। ভগবানকে তােমার মধ্যে প্রতিষ্ঠিত করতে এই নির্দেশগুলিকে যথােপযুক্তভাবে পালন করতে হবে। সুতরাং এই ভগবদ উপস্থিতির অভ্যাসই আমরা করতে চাই। কেবলমাত্র টাইপ করা বা হিসাব রাখা বা। অন্য কিছু করাই নয়, কিন্তু তােমার মধ্যে ভগবানের উপস্থিতি প্রতিষ্ঠিত করতে যা কিছুর প্রয়ােজন তা করাে। কাজের শুরুতে, মধ্যে এবং শেষে ভগবানকে স্মরণ করাে; তাহলেই তুমি একজন সর্বদা অবিচলিত ও আরাে সুপ্রতিষ্ঠিত হবে, তখনই ধ্যানের সময় ইষ্ট দর্শনের চিন্তা সহজতর হবে।
-- স্বামী সর্বগতানন্দজী মহারাজ




No comments

Powered by Blogger.