প্রাচীন সাধুদের কথা : রামকৃষ্ণ মেশিনঃ - Spirituality Religion

Header Ads

প্রাচীন সাধুদের কথা : রামকৃষ্ণ মেশিনঃ

প্রাচীন সাধুদের কথা : রামকৃষ্ণ মেশিনঃ

Sri Sarada Devi

Sri Sarada Devi

BANERSHAR SHIVA LINGA

BANERSHAR SHIVA LINGA
Swami Shivananda

Swami Shivananda

Swami Vivekananda

Swami Vivekananda
Sri Sarada Devi

Sri Sarada Devi

Sri Sarada Devi, Swami Vivekananda, Swami Shivananda

Sri Sarada Devi, Swami Vivekananda, Swami Shivananda




রামকৃষ্ণ মেশিনঃ

স্বামী আদিনাথানন্দজী মহারাজ
যিনি কালীদা নামেও রামকৃষ্ণ সংঘে পরিচিত,
তিনি শ্রীশ্রীমায়ের একজন শিষ্য ছিলেন।

 তিনি মাঝে-মধ্যেই কমবয়সী সাধুদের ভুল প্রদর্শনপূর্বক তিরস্কার করতেন,
কিন্তু তাঁর সেবক ব্রহ্মচারী শুকদেব কখনই কল্পনা করেনি যে,
স্বামীজী একজনকে তিরস্কার করার আগেই মতলব খাটিয়ে রাখতেন (সে তার ডায়েরীতে দেখেছিল যে,
 
কোন্ তারিখে কোন্ সাধুকে তিরস্কার করবেন) । 

তিরস্কার রামকৃষ্ণ সংঘের শৃঙ্খলতার একটা অঙ্গ।

 আমাদের সংঘের আনুষ্ঠানিক নাম রামকৃষ্ণ মিশন।


আমাদের বয়স্ক সাধুদের কেউ কেউ এটাকে মজার সুরে রামকৃষ্ণ মেশিন বলেন।

 কি ধরনের মেশিন ?
অহংবােধচূর্ণকারী মেশিন।

 যখন সাধুরা সংঘে যােগদান করেন
তখন তাঁরা তাদের চরিত্রের সঙ্গে নিয়ে আসেন একায়ত্ত ও অনমনীয়তা।

 কিন্তু যেইমাত্র তাঁরা অহংচূর্ণকারী মেশিনে প্রবেশ করেন,
তখনই চূর্ণকারী প্রক্রিয়া চলতে থাকে।

 যখনই এই প্রক্রিয়া সমাপ্ত হয়,
উৎপন্ন দ্রব্য উত্তমরূপে মার্জিত হয়,
তখনই সুপরিণত ব্যক্তিগুলি সংঘকে সেবা করার জন্য উপযুক্ত হয়।

স্বামী আদিনাথানন্দজী মহারাজ জানতেন যে
তাঁর তিরস্কার কমবয়সী সাধুদের মিথ্যা অহংবােধ চূর্ণ করতে সাহায্য করবে। 

সেই কারণে তিনি কাকে কখন তিরস্কার করবেন
আগে থেকেই ঠিক করে রাখতেন। 

তাঁর কাছে এটা নাটকাভিনয় ব্যতীত কিছুই ছিল না। 

তাঁর তিরস্কার কম বয়স্ক সাধুদের প্রতি অকৃত্রিম ভালবাসা ও শুভেচ্ছার প্রকাশ ছিল।
স্বামী ভাস্করানন্দজী মহারাজ ,

No comments

Powered by Blogger.