প্রাচীন সন্ন্যাসীদের কথা
প্রাচীন সাধুদের কথা
Sri
Ramakrishna
|
Sri
Ramakrishna
|
Sri
Ramakrishna
|
স্বামী
বিবেকানন্দ
সন্ন্যাসী
ধনী লােকের সঙ্গে কোন সম্বন্ধ
রাখবে না – তার কাজ গরিবকে
নিয়ে। সন্ন্যাসীর কর্তব্য
পরম যত্নের সহিত প্রাণপণে
গরিবদের সেবা করা আর এরূপ সেবা
করতে পারলে পরমানন্দ অনুভব
করা। আমাদের দেশের সকল
সন্ন্যাসী-সম্প্রদায়ের ভিতর
ধনী লােকের তােষামােদ করা
এবং তাদের উপর বিশেষ ভাবে
নির্ভর করার ভাব প্রবেশ করাতে
সেগুলি
উৎসন্নে যেতে বসেছে। যথার্থ সন্ন্যাসী যিনি, তাঁর কায়-মনােবাক্যে এটা ত্যাগ করা উচিত। এভাবে ধনী লােকের পেছনে ঘােরা বেশ্যারই উপযুক্ত, সংসারত্যাগীর পক্ষে নয়।
এই সময়ে একজন সন্ন্যাসী-শিষ্য জিজ্ঞাসা করলেন, “স্বামীজি, ঠিক ঠিক কাঞ্চন-ত্যাগ কাকে বলা যায় ?” স্বামীজী হেসে বললেন ঃ “হ্যাঁ, তাের প্রশ্নের উদ্দেশ্য বুঝেছি। সংসার ত্যাগ করে এসেই আমার এবং মঠের টাকাকড়ি রাখবার ভার তাের ওপর পড়েছে কিনা, তাই তাের মনে এই সন্দেহ হয়েছে। এখন এর মধ্যে বুঝতে হবে এইটুকু যে, উপায় আর উদ্দেশ্য। বিশেষ বিশেষ উদ্দেশ্য-সাধনের জন্য বিশেষ বিশেষ উপায় অবলম্বিত হয়ে থাকে। অনেক সময়ে দেখা যায়, উদ্দেশ্য একই, কিন্তু তার জন্য বিভিন্ন দেশ কাল পাত্রে বিভিন্ন উপায় অবলম্বিত হচ্ছে। সন্ন্যাসীর উদ্দেশ্য নিজের মুক্তি সাধন এবং জগতের হিত করা - ‘
আত্মনো মােক্ষার্থং জগদ্ধিতায় চ। আর ঐ উদ্দেশ্য সাধনের প্রধান উপায় কামিনী-কাঞ্চনত্যাগ। কিন্তু এটি বিশেষ ভাবে স্মরণ রাখতে হবে যে, “ত্যাগ’ অর্থে মনের আসক্তি-ত্যাগ-সর্বপ্রকার স্বার্থের ভাব ত্যাগ।
উৎসন্নে যেতে বসেছে। যথার্থ সন্ন্যাসী যিনি, তাঁর কায়-মনােবাক্যে এটা ত্যাগ করা উচিত। এভাবে ধনী লােকের পেছনে ঘােরা বেশ্যারই উপযুক্ত, সংসারত্যাগীর পক্ষে নয়।
এই সময়ে একজন সন্ন্যাসী-শিষ্য জিজ্ঞাসা করলেন, “স্বামীজি, ঠিক ঠিক কাঞ্চন-ত্যাগ কাকে বলা যায় ?” স্বামীজী হেসে বললেন ঃ “হ্যাঁ, তাের প্রশ্নের উদ্দেশ্য বুঝেছি। সংসার ত্যাগ করে এসেই আমার এবং মঠের টাকাকড়ি রাখবার ভার তাের ওপর পড়েছে কিনা, তাই তাের মনে এই সন্দেহ হয়েছে। এখন এর মধ্যে বুঝতে হবে এইটুকু যে, উপায় আর উদ্দেশ্য। বিশেষ বিশেষ উদ্দেশ্য-সাধনের জন্য বিশেষ বিশেষ উপায় অবলম্বিত হয়ে থাকে। অনেক সময়ে দেখা যায়, উদ্দেশ্য একই, কিন্তু তার জন্য বিভিন্ন দেশ কাল পাত্রে বিভিন্ন উপায় অবলম্বিত হচ্ছে। সন্ন্যাসীর উদ্দেশ্য নিজের মুক্তি সাধন এবং জগতের হিত করা - ‘
আত্মনো মােক্ষার্থং জগদ্ধিতায় চ। আর ঐ উদ্দেশ্য সাধনের প্রধান উপায় কামিনী-কাঞ্চনত্যাগ। কিন্তু এটি বিশেষ ভাবে স্মরণ রাখতে হবে যে, “ত্যাগ’ অর্থে মনের আসক্তি-ত্যাগ-সর্বপ্রকার স্বার্থের ভাব ত্যাগ।
No comments