প্রাচীন সাধুদের কথা
প্রাচীন সাধুদের কথা
Sri
Sarada Devi
|
Ma
Bhabatarini (Kali)
|
Swami
Shivananda
|
BANERSHAR
SHIVA LINGA
|
Swami
Vivekananda
|
Sri
Sarada Devi, Swami Vivekananda, Swami Shivananda
|
আকর্ষণ
ঃ
বিবেকচূড়ামণিতে
একটা শ্লোক আছে। সেখানে বলা
হচ্ছে,
ধর
তােমার মন আদর্শ হতে একটুর
জন্যও নীচে নেমে গেল। কেমন
করে এটা হয় ?
বাহিরের
বস্তুর আকর্ষণ—ভােগ্য বস্তুর
আকর্ষণ আমাদের আকৃষ্ট করে।
তাই মন নীচের দিকে ধাবিত হয়।
তখন এটা আমাদের অজান্তে ক্রমশঃ
নীচে নামতেই থাকে। যদিও আমরা
তৎক্ষণাৎ মনকে ঊধর্বমুখী
করতে পারি,
কিন্তু
আমরা সেটা করি না। এটা প্রাথমিক
পর্যায়। এরপর আসে দ্বিতীয়
পর্যায়,
এভাবে
ক্রমশঃ চলতেই থাকে। এর নিম্নগতি
বাড়তে থাকে। শঙ্করাচার্য
বলেন—
“লক্ষ্যচ্যুতং চেদ্যদি
চিত্তমীষ বহির্মুখং সন্নিপতেওতস্ততঃ।
প্রমাদতঃ
প্রচ্যুতকেলিকন্দুকঃ
সােপানপঙক্তৌ পতিতাে যথা
তথা।” (বিবেকচূড়ামণি
-
৩২৫)
সচেতন
হও,
সর্তক
হও,
এটা
তােমাদের হয়ে অপর কেউ করে
দিতে পারবে না;
শুধুমাত্র
তােমাকেই এটা করতে হবে। তােমার
মনের অবস্থার কথা তুমিই সবচেয়ে
ভালাে জানাে।
--স্বামী
রঙ্গনাথানন্দজী মহারাজ
No comments