প্রাচীন সাধুদের কথা - Spirituality Religion

Header Ads

প্রাচীন সাধুদের কথা

Sri Ramakrishna

Sri Ramakrishna
Sri Ramakrishna

Sri Ramakrishna
Sri Ramakrishna

Sri Ramakrishna

Sri Ramakrishna

Sri Ramakrishna




ইন্দ্রিয়সুখ ঃ
যে সন্ন্যাসী সমাজ জীবনের সংস্পর্শে আসে সমাজ জীবনের প্রভাব তার উপরে পড়ে। (দুধ + জল = জলমিশ্রিত দুধ)। শ্রীশ্রীঠাকুর বলেছেন,রাধ সাবধান! সাবধান হলে আমরা বিপদ এড়াতে পারি। তুমি সকলের সাথে মিশতে পারাে, কিন্তু যখনই কোনও মহিলার সাথে তােমার প্রয়ােজনীয় কাজ শেষ হবে , তখনই তার কাছ থেকে দূরে চলে যেতে হবে। স্ত্রীলােকের সাথে দীর্ঘক্ষণ কথাবার্তাও খারাপ। আমাদের পাঁচটা ইন্দ্রিয় আছে। তারা কি করে ? শব্দ-স্পর্শ-রূপ-রস-গন্ধ—এই পাঁচটা বিষয় ভােগ করে। এদের মধ্যে আবার সবচাইতে বিপদজনক হলাে স্পর্শ-যতটা সম্ভব একে আমাদের এড়িয়ে চলতে হবে। তাই জনসমাজে মিশতে হলে স্পর্শ সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। স্পর্শ মানুষকে আসক্ত করে তােলে, তাকে ক্রমশঃ সংসার-এ আবদ্ধ করে ফেলে। সাধুর কাছে শিশুরা আসে, নারী-পুরুষ সকলেই আসে, তাদের কেবলমাত্র দূর হতে নমস্কার। জানিয়েই সম্ভাষণ করবে। চার-পাঁচ বছরের বেশী বয়স্ক কোনাে পুরুষ কিংবা নারীর দেহ স্পর্শ করা উচিৎ নয়। এটা খুবই ক্ষতিকর।।
যে হি সংস্পর্শজা ভােগা দুঃখযােনয় এব তে।। 
আদ্যন্তবন্তঃ কৌন্তেয় ন তেষু রমতে বুধঃ।।” (শ্রীমদ্ভগবদগীতা - -২২)
--স্বামী রঙ্গনাথানন্দজী মহারাজ


No comments

Powered by Blogger.