শ্রীরামকৃষ্ণ ও তার শিষ্যবৃন্দের দৃষ্টিতে আদর্শ সন্ন্যাসী
শ্রীরামকৃষ্ণ ও তার শিষ্যবৃন্দের দৃষ্টিতে আদর্শ সন্ন্যাসী
********
“মন
মুখ এক কর;
কিন্তু
সত্য ও দয়া একসাথে পালন করবে।
...মিষ্ট
কথা বলবে,
কিন্তু
তা যেন মিথ্যা না হয়। সত্য
বলবে,
কিন্তু
তা যেন রূঢ় না হয়। ...
সত্যেরই
একমাত্র জয়,
মিথ্যার
নয়। যে পথ অবলম্বনে ঋষিগণ
পূর্ণে উপনীত হন,
তাই
সত্যের সনাতন পথ। মুক্তিলাভ
করার আর কোন রাস্তা নেই।”স্বামী
তুরীয়ানন্দ
**********
অত্যন্ত
উদ্বিগ্ন হওয়া ভাল নয় —ইহাতে
কার্যের ব্যাঘাত হয়,
উপকার
কিছু হয় না। আপনার উপর নির্ভর
করিয়া সাধ্যমত চেষ্টার পর
তবে ভগবানে নির্ভর করিলে তাহাই
প্রকৃত নির্ভর,
নতুবা
কোন উদ্যম না করিয়া কেবল মুখে
ভগবানের উপর নির্ভর করা আর
আলস্যের প্রশ্রয় দেওয়া এক
কথা বৈকি!
যাঁহারা
উদ্যমশীল ও যত্নপরায়ণ কেবল
তাহারাই ভগবানের সাহায্য
লাভের অধিকারী। অন্যে কখনও
তাহা লাভ করে না। স্বামী
তুরীয়ানন্দ
**********
No comments