শ্রীরামকৃষ্ণ ও তার শিষ্যবৃন্দের দৃষ্টিতে আদর্শ সন্ন্যাসী
********
সন্ন্যাস
জীবনের আদর্শ ও সর্বস্ব পণ
করে ভগবান লাভের
জন্য বদ্ধপরিকর হবার উপদেশ
দিতে দিতে মহারাজ বলছেন –
সমস্ত সংস্কারের পুঁটুলি
ফেলে দিয়ে যে কায়-মনাে-বাক্যে
শ্রীভগবানের চরণে,
শ্রীশ্রীমায়ের
চরণে আত্ম-সমর্পণ করতে পারে
সেইতাে সন্ন্যাসী। সব বাসনা
কামনা -গিয়ে লীন হবে শ্রীভগবানে! মাকে
ছাড়া আর কিছুই চাইনে এমন
ভাবটি
হওয়া
চাই। বিজ্ঞা-৭৫
No comments