শ্রীরামকৃষ্ণ ও তার শিষ্যবৃন্দের দৃষ্টিতে আদর্শ সন্ন্যাসী
শ্রীরামকৃষ্ণ ও তার শিষ্যবৃন্দের দৃষ্টিতে আদর্শ সন্ন্যাসী
Swami
Shivananda
|
Sri
Sarada Devi
|
Swami
Vivekananda
|
Ma
Bhabatarini (Kali)
|
Sri
Sarada Devi, Swami Vivekananda, Swami Shivananda
|
প্রত্যহ
নিয়মিত ভাবে ধ্যান জপ করার
অভ্যাস বিশেষ -
দরকার।
তাহলে ক্রমে মন স্থির হয়ে
আসে। আর সর্বদা যথাসম্ভব
একা থাকতে হয়। মনে মনে নিঃসঙ্গ
হয়ে থাকা। যে নিঃসঙ্গ হয়ে
থাকে সেই প্রকৃত সাধু। যে
ভগবান এ বিশ্বের সৃষ্টি-স্থিতি-লয়
করছেন তিনি একা। কারণ ভগবান
এক। তিনি সদা অদৃশ্য;
তাকে
খুব কম লােকেই দেখতে পায়।
অথচ তিনি সব চেয়ে বড়। যে যত
বড়,
সে
নিজেকে তত বেশি গােপনে ও নির্জনে
রাখতে চেষ্টা করে। কিন্তু
আমাদের এমনই অভ্যাস যে,
নিজেকে
প্রচার করতে চেষ্টা করি। এ
ঠিক নয়। পরের উপকার যতটুকু
ক্ষমতা,
করা
উচিৎ;
কিন্তু
ঢাক পিটিয়ে নয়। বাকি সময়
নির্জনে থাকা চাই। এই ভাবে
ধীরে ধীরে মনস্থির হয়।
বিজ্ঞা-১৭৫
No comments