শ্রীরামকৃষ্ণ ও তার শিষ্যবৃন্দের দৃষ্টিতে আদর্শ সন্ন্যাসী
শ্রীরামকৃষ্ণ ও তার শিষ্যবৃন্দের দৃষ্টিতে আদর্শ সন্ন্যাসী
Sri
Ramakrishna
|
Sri
Ramakrishna
|
Sri
Ramakrishna
|
....যদি
সাধুমহাপুরুষদের জীবন দেখে
মানুষ হতে না শিখলি তাহলে আর
কি হলাে। যদি সেই আদর্শের দিকে
লক্ষ্য না থাকল,
তাহলে
সংসার কি দোষ করেছিল ?
একটুতেই
মন খারাপ হয়,
অভিমান
হয়,
এসব
কি মন ?
এসব
কাঁচ্চা,
ছটাক!
মন
মহাসমুদ্রের মতাে শান্ত
নিশ্চল। দেখ,
সমুদ্রে
কত নদী এসে পড়েছে,
তাতে
সমুদ্রের কিছু হয়েছে কি ?
সমুদ্র
যেমন তেমনই আছে। তেমনি মনে
কত ঝড়ঝাপটা বয়ে যাবে,
মনের
কোন বিকার হবে না। সন্তোষঃ
পরমানন্দঃ – তবে তাে তাকে মন
বলব। যত দূর পারবি ধৈর্য,
ক্ষমা,
সংযম
রাখতে চেষ্টা করবি।” স্বামী
অখণ্ডানন্দ যেরুপ ৫৫-
৫৬
No comments