শ্রীরামকৃষ্ণ ও তার শিষ্যবৃন্দের দৃষ্টিতে আদর্শ সন্ন্যাসী
শ্রীরামকৃষ্ণ ও তার শিষ্যবৃন্দের দৃষ্টিতে আদর্শ সন্ন্যাসী
*****
ঠিক
ঠিক সন্ন্যাসী হওয়া কি সহজ
কথা ?
সন্ন্যাসী
হওয়ার আগে আমরা কত সাধন তপস্যা
করেছি!
কত
কঠোর -
ক্ষুধা-তৃষ্ণা,
শীত-গ্রী
সহ্য করা,
তারপর
নিন্দা-স্তুতি
তুল্যবােধ -
এ
কি সহজ?
একলা
চুপ করে গভীর ভাবে ভাবছি,
ধ্যান
করছি -
এক
গালে চন্দন,
এক
গালে বিষ্ঠা !
ভাবছি
-
এই
যেন কেউ আমাকে ফুলের মালা
পরিয়ে যত্ন করে নিয়ে গেল,
তারপরেই
একজন এসে অপমান করছে,
মারছে,
গায়ে
নােংরা জল দিচ্ছে,
তাড়িয়ে
দিচ্ছে। আমি যেন সবতাতেই
স্থির।
এই যেন মরুভূমি দিয়ে চলেছি, তারপরই তুষারমণ্ডিত পর্বতচূড়া! এইসব আমাদের ধ্যানের বিষয় ছিল। কারেই বা বলছি, আর কেই বা শুনছে ! সবাই ফাঁকি দিয়ে সারতে চায়। যে যতদূর করবে, সে ততদূর পাবে। ফাঁকি দিয়ে যা পাবে – তাও ফাঁকা, ফক্কি ! স্বামী অখণ্ডানন্দ 91-92
এই যেন মরুভূমি দিয়ে চলেছি, তারপরই তুষারমণ্ডিত পর্বতচূড়া! এইসব আমাদের ধ্যানের বিষয় ছিল। কারেই বা বলছি, আর কেই বা শুনছে ! সবাই ফাঁকি দিয়ে সারতে চায়। যে যতদূর করবে, সে ততদূর পাবে। ফাঁকি দিয়ে যা পাবে – তাও ফাঁকা, ফক্কি ! স্বামী অখণ্ডানন্দ 91-92
********
No comments