শ্রীরামকৃষ্ণ ও তার শিষ্যবৃন্দের দৃষ্টিতে আদর্শ সন্ন্যাসী
শ্রীরামকৃষ্ণ ও তার শিষ্যবৃন্দের দৃষ্টিতে আদর্শ সন্ন্যাসী
********
“ঠাকুর
বলতেন,
‘সাধু
হবে কারা ?
- না
তালগাছ থেকে হাত-পা
ছেড়ে পড়তে পারবে যারা। সাধু
হওয়া কি সহজ কথা ?
কতখানি
সাহস চাই। এতখানি বুকের পাটা
চাই,
ভগবানের
ওপর সম্পূর্ণ নির্ভর,
তার
জন্য সর্বস্বত্যাগ -
এই
সব
চাই।”....স্বামী
অখণ্ডানন্দ-১৩৫
********
...দেখ,
ত্যাগ
করতেই হয়। কামকাঞ্চনত্যাগ।
তারপর মনের সব সূক্ষ্ম বাসনাত্যাগ
-
নাম-যশের
বাসনা,
সব
তারে বাড়া -
আরাে
বাসনা আছে -
সে
সবও ত্যাগ করতে হয়। ত্যাগের
সীমা নেই,
তাই
আনন্দের সীমা নেই। ত্যাগ থেকেই
আনন্দ। যত ত্যাগ তত আনন্দ।
আদর্শ চাই,
ত্যাগের
আদর্শ। তাই তিনি দেখাতে আসেন,
যখন
যেখানে যেমনটি দরকার। ত্যাগই
মনুষ্যত্ব -
দেবত্বের
চেয়েও বড়। দেবতারাও মানুষের
ত্যাগের অপেক্ষায় চেয়ে বসে
থাকেন -
যথা
দধীচির দেহত্যাগ। অবতার
পরিপূর্ণ আদর্শ। যে যতটুকু
নিতে পারে তার ততটুকু। স্বামী
অখণ্ডানন্দ-6
********
No comments