শ্রীরামকৃষ্ণ ও তার শিষ্যবৃন্দের দৃষ্টিতে আদর্শ সন্ন্যাসী
শ্রীরামকৃষ্ণ ও তার শিষ্যবৃন্দের দৃষ্টিতে আদর্শ সন্ন্যাসী
Sri
Sarada Devi
|
Swami
Shivananda
|
Sri
Sarada Devi
|
Swami
Vivekananda
|
BANERSHAR
SHIVA LINGA
|
Sri
Sarada Devi, Swami Vivekananda, Swami Shivananda
|
********
ঠাকুর
আমাদের শিখিয়েছেন -
‘কোন
মেয়েছেলের কাছে আগলাগায়ে
অলসভাবে কথাবার্তা কখনও বলতে
নেই।' মেয়েরা এলে তিনি বলতেন,
“এঁরা
হলেন মা মনসার জাত,
এঁদের
বলতে হয় – মা,
লেজটি
দেখিও,
মুখটি
দেখিও না। এঁরা ছােবল মারলেই
সর্বনাশ”। এই সব আমরা ঠাকুরের
কাছে শিখেছি। তাদেরও বলছি
তােরাও সতর্ক থাকবি।
**********
খবরদার,
যেন
কখন গোঁড়ামির ভাব তােদের
মধ্যে না ঢােকে,
‘আমরা
রামকৃষ্ণ দলের লােক,
রামকৃষ্ণ
ছাড়া আর জীবের গতি নাই,
অতএব
তােমরা সব রামকৃষ্ণ ভজ,
রামকৃষ্ণ
সব চাইতে বড় অবতার’ এ সব বলে
যেন কখন কাহারও ভাবে আঘাত না
দেওয়া হয়।
No comments