JIO থেকে কল করতে আর লাগবে না 6পয়সা:/মি, জেনে নিন JIOর নতুন প্ল্যান
*JIO থেকে কল করতে আর লাগবে না 6পয়সা:/মিনিট, জেনে নিন JIOর নতুন প্ল্যান*
![]() |
JIO |
একমাস আগে থেকে ট্রাই এর নতুন নিয়ম অনুসারে JIO থেকে অন্য নেটওয়ার্কে কল করতে 6পয়সা: প্রতিমিনিট করে লাগছে। এই সুযোগকে কাজে লাগিয়ে অন্য নেটওয়ার্ক সংস্থাগুলি গ্রাহক সংখ্যা বাড়াতে উঠে পরে লেগেছে৷ Vodafone, Airtel নজরকারা আকর্ষণীয় অফারে গ্রাহক দের মন জয় করতে চাইছে। Vodafone, নতুন ট্যাগলাইন ‘বিনামূল্যে মানে সত্যিই বিনামূল্যে’ এর মতই হয়ত JIO আবারও সম্পূর্ণ বিনামূল্যে হয়ে যেতে চলেছে। হ্যাঁ! এবার থেকে আর প্রতি মিনিটে 6পয়সা: দেওয়ার দরকার হবে না JIO গ্রাহকদের। নতুন কয়েকটি ‘সত্যিই বিনামূল্যে’ রিচার্জ স্কিম নিয়ে হাজির JIO। এবার থেকে মাত্র 149টাকা রিচার্জের সাথে সাথে JIO দিচ্ছে 300মিনিট বিনামূল্যে অন্য নেটওয়ার্কে কল। তাছাড়া JIO থেকে JIO কল সম্পূর্ণ বিনামূল্যে তো রয়েইছে। 149 টাকা প্ল্যানে আগের মতই প্রতিদিন 1.5/GB করে ইন্টারনেট, 100টি SMS থাকছে। সম্পূর্ণ বিনামূল্যে না হলেও JIO কিছুটা হলেও বিনামূল্যে সার্ভিস দিতে চলেছে। কমটাকার এই আকর্ষণীয় রিচার্জ প্ল্যান গ্রাহক ধরে রাখতে সাহায্য করবে বলে আশাবাদী JIO।
No comments