শ্রীরামকৃষ্ণ ও তার শিষ্যবৃন্দের দৃষ্টিতে আদর্শ সন্ন্যাসী - Spirituality Religion

Header Ads

শ্রীরামকৃষ্ণ ও তার শিষ্যবৃন্দের দৃষ্টিতে আদর্শ সন্ন্যাসী

শ্রীরামকৃষ্ণ ও তার শিষ্যবৃন্দের দৃষ্টিতে আদর্শ সন্ন্যাসী

Sri Ramakrishna

Sri Ramakrishna

Sri Ramakrishna

Sri Ramakrishna

Sri Ramakrishna

Sri Ramakrishna



সন্ন্যাসী মা-বাপ আত্মীয় বন্ধু সমস্ত ঐশ্বর্য ত্যাগ করেও আটকে যায়; নিজে মস্ত বড় সাধু মহাপুরুষ -এই আত্ম- অভিমানে। সে ভগবানের কাঙ্গাল না হয়ে লাল কাপড়ের দোহাই দিয়ে লােকের কাছে খাতির চায়; আর তা না পেলে অভিমানে ফুলতে থাকে। যে জানে, সে সন্ন্যাসী হয়ে কারও মাথা কিনে নাই, সে একটু অভিমান মনে উঠলেই তাকে চাবুক মেরে মেরে দুরস্ত করতে থাকে। এমনি করে ভগবানের দয়ায় তার অভিমান টুটে যায়। স্বামী অদ্ভুতানন্দ ৭৮

গেরুয়া পরার মানে আছে। হিংসে, মান, অপমান, রাগ যাতে না হয় তার জন্যই গেরুয়া পরা। স্বামী অদ্ভুতানন্দ-৭১,


No comments

Powered by Blogger.