শ্রীরামকৃষ্ণ ও তার শিষ্যবৃন্দের দৃষ্টিতে আদর্শ সন্ন্যাসী
দুটো
কড়া কথা কেউ বললে গায়ে কি
লেগে থাকে ?
একটা
শব্দ বৈ তাে না। কিছু মনে করতে
নেই। ছুঁড়ে ফেলে দিতে হয়।
স্বামী অদ্ভুতানন্দ ৮৬
***
****
সাধু
যদি মান-সম্ভ্রমের
বশীভূত হল তাে সে গেল। ঐ হলাে
দুর্বলতা। দুর্বলতা চেপে
ধরলে রােগ হয়,
তখন
সারানাে মুশকিল। সাধু ঐসব
মান-সম্রমে
তুচ্ছবুদ্ধি আনবে। যে তা
আনবে
না,
তার
পতন হবেই হবে। স্বামী
অদ্ভুতানন্দ-২২৯
********
No comments