শ্রীরামকৃষ্ণ ও তার শিষ্যবৃন্দের দৃষ্টিতে আদর্শ সন্ন্যাসী
শ্রীরামকৃষ্ণ ও তার শিষ্যবৃন্দের দৃষ্টিতে আদর্শ সন্ন্যাসী
Ma
Bhabatarini (Kali)
|
Swami
Vivekananda
|
Sri
Sarada Devi
|
BANERSHAR
SHIVA LINGA
|
Swami
Shivananda
|
********
দেখ,
কখনাে
দমে যাবে না -
শত
দুঃখেও কখনাে সুখের প্রার্থনা
করবে না। তিনি ঘা সইয়ে নিয়ে
যান। তুলসীদাসের একটি দোঁহা
অতি দুঃখের সময় দিনরাত মনে
মনে বলতুম -
‘সুখমে
বাজ পড় দুঃখ রহু সঙ্গ।'
সুখ
তাঁকে ভুলিয়ে দেয়,
দুঃখ
কেবলি তাঁকে মনে পড়িয়ে দেয়।
...
স্বামী
অখণ্ডানন্দ
**********
...যারা
ভগবানকে যথার্থ ডাকে,
তাদের
চেহারা চালচলনই আলাদা হয়।
তাদের দেখলে আনন্দ হয়। তাদের
মুখ সর্বদা
প্রফুল্ল
থাকে,
হৃদয়
পবিত্র থাকে,
মন
রাগ-দ্বেষশূন্য
হয়,
তারা
সর্বদা সচ্চিদানন্দ-সাগরে
ডুবে থাকতে চায়,
তারা
ভালমন্দ এক দেখে। ভালও তাদের
কাছে ভাল,
মন্দও
তাদের কাছে ভাল। স্বামী
অখণ্ডানন্দ যেরূপ
৫৬-৫৭
****
No comments