শ্রীরামকৃষ্ণ ও তার শিষ্যবৃন্দের দৃষ্টিতে আদর্শ সন্ন্যাসী
শ্রীরামকৃষ্ণ ও তার শিষ্যবৃন্দের দৃষ্টিতে আদর্শ সন্ন্যাসী
Sri
Ramakrishna
|
Sri
Ramakrishna
|
Sri
Ramakrishna
|
সাধু
উঠবে খুব সকালে। রাত তিন চারটার
পর আর ঘুমুবে না। সাধু তখন
আর ঘুমুবে কি ?
ঠাকুরকে
দেখেছি তিনটার পর আর কখনও
ঘুমুতেন না,
ভগবানের
নাম করতেন। সাধু সকাল সকাল
স্নান করবে। স্নান করে ধ্যান
ধারণাদি করবে। স্নান করেই
খাবে না। স্নান করে,
ধ্যান-ভজন
না করে খাওয়া – সে তাে অন্যান্য
লােকেরা করে,
সাধু
তা করবে না।
সাধুর
চেহারা,
কথাবার্তা
সবই অন্যরূপ হবে -
সরল,
সুন্দর,
দেবােপম।
শিব-2/70
No comments