শ্রীরামকৃষ্ণ ও তার শিষ্যবৃন্দের দৃষ্টিতে আদর্শ সন্ন্যাসী
স্বামী
প্রেমানন্দ
যখন
ঠাকুরের দরবারে এসে পড়েছিস,
তার
চরণে মাথা
বিক্রয় করেছিস,
জীবন
সার্থক করে নে। ভাব,
ভক্তি,প্রেম,
বিবেক,
বৈরাগ্য,
ত্যাগ,
এই
সব অপার্থিব-ভূষণে
ভূষিত হয়ে
যা। রাজপুত্র হয়ে তুচ্ছ লাউ
কুমড়ােয় -
ভােগ-বাসনা,
নাম-যশে
ভুলে থাকবি?
প্রেম-১/১১৭
১১৮
*******
No comments